গ্রাহকদের ব্যক্তিগত তথ্য ১০০% সুরক্ষিত, প্রাইভেসি বিতর্কে সাফাই হোয়াটসঅ্যাপের

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

হোয়াটসঅ্যাপের প্রাইভেসি পলিসিতে পরিবর্তন আসতে চলেছে। আর তার জেরে নাকি ইউজারদের ব্যক্তিগত তথ্য শেয়ার হয়ে যাবে সোশ্যাল মিডিয়ার অন্যতম শক্তিশালী মাধ্যম ফেসবুকে। গত কয়েকদিন ধরেই সব জায়গায় শোনা যাচ্ছিল এই খবর। এই প্রসঙ্গে নানা মুনির নানা মত থাকলেও এতদিন চুপ ছিলেন হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ। এবার সব অভিযোগের জবাব দিলেন তাঁরা।

গ্রাহকদের ভরসা জোগাতে ফের মঙ্গলবার বিষয়টি নিয়ে ব্যাখ্যা দিয়েছে হোয়াটসঅ্যাপ। তারা জানিয়েছে, নতুন যে পলিসি আপডেট করেছে তারা, তা কোনও ভাবেই গ্রাহকদের ব্যক্তিগত মেসেজ-কে প্রভাবিত করবে না। গ্রাহকদের উদ্দেশে টুইট করে ফেসবুকের এই সোশ্যাল প্ল্যাটফর্মটি জানিয়েছে, ‘আমাদের নতুন পলিসি নিয়ে একটা গুজব রটছে। তবে আশ্বস্ত করছি, আপনাদের মেসেজ ১০০ শতাংশ সুরক্ষিত। অযথা আতঙ্কিত হবেন না’।

আরও পড়ুন: Reliance Jio-র বড় ঘোষণা! আগামিকাল থেকে যেকোনও নেটওয়ার্কে ফ্রি-কলের পরিষেবা

বিষয়টি নিয়ে হোয়াটসঅ্যাপ কয়েকটি ব্যাখ্যা দিয়েছে। তারা জানিয়েছে—

• হোয়াটসঅ্যাপ কারও ব্যক্তিগত মেসেজ দেখতে পারে না বা হোয়াটসঅ্যাপ কলের কথাবার্তাও শুনতে পারে না। এমনকি ফেসবুকও নয়।

• কারা মেসেজ বা কল করছেন, হোয়াটসঅ্যাপের কাছে সেই তথ্য রেকর্ড করা হয় না।

• গ্রাহকদের শেয়ার করা লোকেশন বা অবস্থান দেখতে পারে না হোয়াটসঅ্যাপ এবং ফেসবুক।

• ফেসবুকে গ্রাহকদের কোনও ফোন নম্বর শেয়ার করে না হোয়াটসঅ্যাপ।

• হোয়াটসঅ্যাপ গ্রুপের সব তথ্যই গোপন থাকে।

• কোনও মেসেজ সরিয়ে দেওয়ার জন্য ‘ডিসঅ্যাপিয়ার’ অপশনও বেছে নিতে পারেন গ্রাহকরা।

• নিজের তথ্য ডাউনলোড করে নিতে পারবেন গ্রাহকরা।

সম্প্রতি হোয়াটসঅ্যাপ যে ‘প্রাইভেসি পলিসি’ আপডেট করছে, ঝামেলার সূত্রপাত সেখান থেকেই। জল্পনা চলছে, নতুন এই পলিসির মাধ্যমে ফেসবুকের কাছে গ্রাহকদের সমস্ত তথ্য শেয়ার করছে হোয়াটসঅ্যাপ। আগামী ৮ ফেব্রুয়ারি নতুন এই পলিসি কার্যকর হতে চলেছে। বলা হয়েছে, হোয়াটসঅ্যাপ পরিষেবা চালিয়ে যেতে হলে গ্রাহকদের এই পলিসি গ্রহণ করতে হবে। যদি না করেন তা হলে গ্রাহকদের অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাবে।

আরও পড়ুন: ঝোঁক বাড়ছে সিগন্যাল অ্যাপের, কী সুবিধা আছে? সংক্ষেপে জেনে নিন

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest