চ্যাট করতে করতে হবে লেনদেন! ভারতে পেমেন্ট সার্ভিস চালু WhatsApp-এর

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

অবশেষে ভারতে পেমেন্ট সিস্টেম চালু করার ছাড়পত্র পেল মার্ক জুকারবার্গের সংস্থা ৷ WhatsApp Pay-র মাধ্যমে সহজেই টাকার লেনদেন করা এবার সম্ভব হবে ৷ অ্যান্ড্রয়েড এবং আইওএস সব প্ল্যাটফর্মেই থাকছে এই অ্যাপ ৷

গত কয়েকমাস ধরেই WhatsApp-এর এই নতুন সুবিধার কথা বারবার খবরের শিরোনামে উঠে আসছিল। তবে সম্প্রতি পাওয়া খবর অনুযায়ী, জনপ্রিয় শর্ট মেসেজিং অ্যাপটিকে ডিজিটাল পেমেন্ট অপশন চালু করার সমস্ত রকম ছাড়পত্র দিয়েছে NPCI (ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া)। ফলে খুব শীঘ্রই আসতে চলেছে ‘WhatsApp Pay’ ফিচার। তবে এখনই প্রত্যেকের পক্ষে হোয়াটসঅ্যাপ পে ব্যবহার করা সম্ভব হবে না ৷ প্রাথমিক ভাবে ভারতের দু’কোটি হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরাই হোয়াটসঅ্যাপ পে-র ব্যবহার করতে পারবেন ৷

সংস্থার প্রধান মার্ক জুকারবার্গ বলেন যে  ‘‘এখন থেকে বন্ধু-বান্ধব এবং পরিবারের লোকজনের সঙ্গে টাকার লেনদেন সহজেই করতে পারবেন ৷ টাকার লেনদেন এখন মেসেজ করার মতোই সহজ ৷ এর জন্য ফি বাবদ কোনও টাকা দিতে হবে না ৷ ১৪০-এরও বেশি ব্যাঙ্কের সঙ্গে হোয়াটসঅ্যাপ পে যুক্ত ৷ আর যেহেতু এটি হোয়াটসঅ্যাপ ৷ তাই পেমেন্টের মাধ্যম সুরক্ষিত এবং এটি গোপনীয়তাও বজায় রাখবে ৷’’

আরও পড়ুন: আজীবনের জন্য Mute করতে পারবেন হোয়াটসঅ্যাপ চ্যাট, জেনে নিন নিয়ম

ইউপিআইয়ের প্রশংসা করে জুকারবার্গ বলেন যে এটা সত্যিই খুব ভাল এবং এতে ছোটো ও ক্ষুদ্র ব্যবসায়ীদের অনেক সুযোগ বৃদ্ধি পাবে। ভারত প্রথম দেশ যারা এরকম একটা ব্যবস্থা করেছে বলে তিনি জানান ও সবার সঙ্গে একযোগে কাজ করে ডিজিটাল ইন্ডিয়া তৈরির কাজে তারা যুক্ত থাকতে চান বলে জানান হোয়াটসঅ্যাপের কর্ণধার।

দশটি আঞ্চলিক ভাষাতেও ব্যবহার করতে পারবেন WhatsApp Pay. তবে ইউপিআই সাপোর্ট করে ব্যাঙ্কে ডেবিট কার্ড লাগবে গ্রাহকদের এই পরিষেবা ব্যবহার করার জন্য। জিও-র সঙ্গে আগেই গাঁটছড়া বেঁধেছে ফেসবুক। তাদের নেটওয়ার্ক ব্যবহার করে এই অ্যাপ প্রত্যন্ত এলাকাতেও মানুষের কাছে পৌঁছে দিতে উদ্যোগী সংস্থা।

NPCI জানিয়েছে, মোট ইউপিআই ট্রানজাকশনের ওপর ৩০% রেটে ইন্টারেস্ট লিমিট থাকবে, যা আগামী বছরের প্রথম দিন থেকে অর্থাৎ ২০২১ সালের ১লা জানুয়ারি থেকে হোয়াটসঅ্যাপ সহ অন্যান্য সমস্ত থার্ড পার্টি ইউপিআই পেমেন্ট মাধ্যমের ওপর কার্যকরী হবে। এক্ষেত্রে ইউপিআই পরিষেবা প্রদানকারী সংস্থাগুলির তিন মাসের মোট ট্রানজাকশন দেখে তা থেকে ক্যাপ বা ইন্টারেস্ট লিমিট হিসেব করা হবে। মূলত ইউপিআই ইকোসিস্টেমের ভারসাম্য বজায় রাখতেই এই ধরণের শর্ত মেনে চলার আদেশ দেওয়া হয়েছে বলে দাবি NPCI-এর।

ইউপিআই পেমেন্ট বাজারে বর্তমানে Google Pay-র প্রায় ৪০ শতাংশ শেয়ার ও Phonepe-র ৪০ শতাংশ শেয়ার রয়েছে। আবার Paytm, Mobikwik এবং Freecharge-এর সম্মিলিত শেয়ার আনুমানিক ২০%। তাই WhatsApp Pay এর আগমনে আগামী দিনে ইউপিআই মার্কেটে যে বেশ হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে তা আর বলার অপেক্ষা রাখেনা!

আরও পড়ুন: লক্ষ লক্ষ মহিলার ভুয়ো নগ্ন ছবি ভাইরাল, কাঠগড়ায় জনপ্রিয় মেসেজিং অ্যাপ টেলিগ্রাম

 

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest