শিশুদের জন্য বিশেষ ডিজাইনের ফোন আনল শাওমি, থাকছে ওয়াই-ফাই, জিপিএস ব্লুটুথের মতো বেসিক ফিচার

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

শিশুদের জন্য একেবারে অন্যরকম ডিজাইনের মোবাইল এনে তাক লাগিয়ে দিল শাওমি। ফোনটির নাম কিন আল ফোন।

অন্যান্য স্মার্টফোনের সঙ্গে এর লুকের কোনও মিল নেই বললেই চলে। চীনের একটি সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, ২৪০X২৪০ পিক্সেল স্ক্রিন রেজুলেশনের ফোনটিতে ওয়াই-ফাই, জিপিএস ব্লুটুথের মতো বেসিক ফিচারগুলো রয়েছে। ১,১৫০ এমএএইচ ব্যাটারি যুক্ত এই ফোন ফোরজি সিম সাপোর্ট করে। তবে এতে ক্যামেরা আছে কি না, তা জানা যায়নি।

আরও পড়ুন: অতিরিক্ত মোবাইল ব্যবহারে হারাতে পারেন পৌরুষত্ব! কিভাবে বাঁচবেন জানুন

শিশুরা বাড়ির বাইরে থাকলে অভিভাবকদের একটা চিন্তা থেকেই যায়। সঙ্গে ফোন থাকলে সে সুস্থ আছে কি না, খাওয়া-দাওয়া করেছে কি না, সব জেনে নেওয়া যায় অনায়াসে। প্রয়োজন মতো ফোন করে বাড়ি ফিরতেও বলে দেওয়া যায়। ভিডিও দেখা কিংবা গেম খেলার জন্য বাচ্চাদেরও আর মা-বাবার স্মার্টফোন নিয়ে টানাটানি করতে হয় না। বেসিক সমস্ত ফিচারযুক্ত এই ফোনটি বাচ্চাদের জন্য তাই আদর্শ বলেই দাবি কোম্পানির।

তবে আপাতত চিনেই এই হ্যান্ডসেটটি পাওয়া যাচ্ছে। তবে Xiaomi Youpin প্ল্যাটফর্ম থেকেও ফোনটি কেনা যেতে পারে। Qin AI Phone-এর দাম একেবারেই সাধ্যের মধ্যে। ভারতীয় মুদ্রায় এর মূল্য ৪,২০০ টাকা। আপাতত গোলাপি এবং সাদা- এই দুই রঙে পাওয়া যাচ্ছে স্মার্টফোনটি।

আরও পড়ুন: এবার জিও-তে টাকা লাগাবে গুগল, 5G ট্রায়াল শুরু করবে মুকেশ আম্বানির সংস্থা

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest