স্মার্টফোনের পর এবার স্মার্টগ্লাস আনতে চলেছে শাওমি। এমনিতে শাওমির একাধিক গ্যাজেট ইতিমধ্যেই জনপ্রিয়। ইয়ারফোন, হেডফোন, ব্লুটুথ হেডসেট, পাওয়ার ব্যাঙ্ক সবই রয়েছে তালিকায়। এবার স্মার্টগ্লাসও আনতে চলেছে শাওমি। সূত্রের খবর, এই স্মার্টগ্লাসে থাকবে অত্যাধুনিক প্রযুক্তি।
যার সাহায্যে ৪ডি ডিটেকশনের পাশাপাশি therapeutic সিগন্যাল পাওয়া যাবে। এছাড়াও এই স্মার্টগ্লাসের সাহায্যে ফটোথেরাপি সম্ভব। অর্থাৎ আর পাঁচটা স্মার্টগ্লাসের থেকে অনেকটাই আলাদা হবে শাওমির এই স্মার্টগ্লাস।
Apple, Samsung, Oppo ও Vuzix-এর মতো সংস্থাগুলি ইতিমধ্যে স্মার্ট গ্লাস তৈরির কাজ শুরু করেছে। এই চশমায় AR প্রযুক্তি থাকবে বলে মনে করা হচ্ছে। এবার একই পথে স্মার্ট গ্লাস তৈরির কাজ শুরু করল চিনা সংস্থা Xiaomi. তবে সবার আগে জানতে হবে স্মার্ট গ্লাস কী! Augmented Reality (AR) থাকবে এই চশমায়। ভার্চুয়াল তথ্য দেবে এই চশমা।
আরও পড়ুন: আর্থিক জালিয়াতি থেকে রক্ষা পেতে দূরে থাকুন এই সাতটি অ্যাপ থেকে…
ফোনে যেমন ফটো ও ভিডিয়ো আলাদা করে রাখা ও দেখা যায়, এই চশমাতেও তেমনই অপশন থাকবে। ফোনের Notification-ও চশমায় দেখা যাবে। থাকবে Navigation. এছাড়া Headphone ছাড়াই এই চশমায় গান-বাজনা শোনা যাবে।
Xiaomi তাদের Smart Glasses-এ ফটোথেরাপি ফিচার দিতে পারে। যার ফলে এই চশমার মাধ্যমে মানসিকভাবে অসুস্থ ও ডিপ্রেশন-এ ভোগা ব্যক্তিদের চিকিত্সাও সম্ভব হবে। সাউন্ড ও ভিজুয়াল, দুরকম সিগনাল এই চশমার মাধ্যমে পাঠানো যাবে। এর আগে Mi Air Charge-এর ব্যাপারে জানিয়েছিল Xiaomi. এর মাধ্যমে কেবল বা ওয়ারলেস চার্জিং ছাড়া যে কোনও Device চার্জ করা যাবে। এমনই দাবি করেছিল সংস্থাটি।
আরও পড়ুন: এবার ‘হোয়াটস অ্যাপ’ চ্যাট এক্সপোর্ট করা যাবে ‘টেলিগ্রাম’-এ