Site icon The News Nest

এসে গিয়েছে Tiktok-এর বিকল্প প্ল্যাটফর্ম Instagram Reels, জেনে নিন কি ভাবে ব্যবহার করবেন…

ছোট ভিডিয়ো তৈরির জনপ্রিয় অ্যাপ টিকটককে ইতিমধ্যেই নিষিদ্ধ করেছে ভারত সরকার। যার জেরে সোশ্যাল মিডিয়ায় ভিডিয়োতে তৈরি হয়েছে শূন্যতা। তা পূরণ করতে ছোট ভিডিয়ো শেয়ারের নতুন ফিচার এনেছে ইনস্টাগ্রাম। নাম রিলস। বিশ্বের চতুর্থ দেশ হিসাবে ভারতে এই পরিষেবা আনল ইনস্টাগ্রাম। এর আগে ব্রাজিল, ফ্রান্স ও জার্মানিতে এই ফিচার নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করেছিল ইনস্টাগ্রাম।

আরও পড়ুন: ফোন খারাপ? টানাটানি চলছে? রইল ৫ হাজারের মধ্যে স্মার্টফোনের হদিশ

কী এই ‘ইনস্টাগ্রাম রিলস’?

ভিডিয়ো তৈরির রিল ফিচার ইনস্টাগ্রাম অ্যাপের সঙ্গেই সংযুক্ত থাকবে। ইনস্টাগ্রামে রিলে ভিডিয়ো তৈরির জন্য ব্যবহারকারীদের প্রথমে ইনস্টাগ্রাম অ্যাপে ঢুকে ক্যামেরা অন করতে হবে। তখন স্ক্রিনের নীচের দিকে ‘রিল’ অপশনটি  দেখাবে। সেখানে ক্লিক করলেই ভিডিয়ো তৈরির বিভিন্ন বিকল্প পাবেন ব্যবহারকারীরা।

১৫ সেকেন্ডের ভিডিয়ো তৈরির পাশাপাশি, পছন্দ মতো ভিডিয়ো এডিটও করা যাবে। এ ছাড়াও বিভিন্ন মিউজিক ট্রাক, ভিডিয়োর গতি হ্রাস-বৃদ্ধি, ভিডিয়োর সজ্জা পরিবর্তন করার মতো সুযোগও থাকবে এই ফিচারে। তবে শুরুতে ইনফ্লুয়েন্সাররাই ভিডিয়ো তৈরি করতে পারবেন এখানে। তার পর এই ফিচারের সুবিধা পাবেন অন্যান্য ব্যবহারকারীরাও।

যদিও রিল এখন পরীক্ষামূলকভাবে চলবে ভারতে। কিন্তু তা পুরোমাত্রায় চালু হওয়ার পর টিকটকের প্রতিযোগী বিভিন্ন ভিডিয়ো তৈরি অ্যাপকে বেগ দেবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তবে ঠিক কবে থেকে এই ফিচার সবাই ব্যবহার করতে পারবেন, সেই নির্দিষ্ট দিন এখনও পর্যন্ত জানানো হয়নি ওই সংস্থার তরফে।

আরও পড়ুন: চিনা অ্যাপ ব্যানে পরোয়া নেই, স্ক্যানের নয়া অ্যাপ আনল বাংলা, জানালেন মমতা

Exit mobile version