ফাঁদ পেতেছে হ্যাকাররা, যে কোনও ওয়েবসাইট খুললেই হ্যাক হয়ে যেতে পারে আপনার ফোন!

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

ওয়েব ডেস্ক: জাস্ট মিলিসেকেন্ডেরও কম সময়। আপনার ফোনে ডাউনলোড হয়ে যাবে স্পাইওয়্যার কোড। আপনি জানেন না, অথচ পরে গিয়েছেন ওদের ফাঁদে। হ্যাকিং-এর ঘটনা লাফিয়ে লাফিয়ে বাড়ছে৷ তাই সাবধান। এক্ষেত্রে কাজ দেবেনা কোয়ারেন্টাইন!

কোনও অজানা-অচেনা লিঙ্কে ক্লিক করবেন না ৷ কারণ অজানা-অচেনা লিঙ্কে ক্লিক করলে সেই সূত্র ধরেই হয়ে যায় হ্যাকিং৷ এবার এই সাইবার ক্রাইমের এক নতুন পদ্ধতি সামনে এসে চমকে দিয়েছে ৷

আরও পড়ুন : আজই করোনা পরীক্ষার নামে মোবাইলে আসতে পারে এই email, ক্লিক করলে সর্বনাশ! সতর্ক করল কেন্দ্রও

মরোক্কোর সাংবাদিক উমর রাদি এই নতুন পদ্ধতিতে হ্যাকিংয়ের শিকার হয়েছেন৷ এই নতুন পদ্ধতিতে কোনও সাইট খোলা হলেই ফোনের হ্যাক সেরে নিচ্ছেন হ্যাকররা ৷ এভাবেই সাংবাদিকের ফোন হ্যাক করে তাঁর ওপর নজর চালাচ্ছে সেখানের সরকার৷

এই নতুন পদ্ধতিতে হ্যাকিংয়ের মাধ্যমে তাঁর ইমেল, টেক্সট, ও ওয়েবসাইটের দিকে নজর রাখতে পারে সরকার ৷ তাঁরা ওই পত্রকারের প্রতিটা ভিডিও কল দেখেন তাঁর মোবাইলে নতুন এন্ট্রি, জিপিএস কো অর্ডিনেশন, ক্যামেরা ও মাইক্রোফোনের ওপর সরাসরি নিয়ন্ত্রণ করতে পারছিল হ্যাকাররা৷ আর সরাসরি সরকার তাঁর ওপর নজর রাখছিল৷

দ্য স্টারে প্রকাশিত রিপোর্ট অনুযায়ী রাদি এন্সক্রিপশন ও সাইবার সুরক্ষা নিয়ে পড়াশুনো করেছিলেন তাই অজানা-অচেনা লিঙ্কে ক্লিক করতেন না ৷ তাঁর ফোনে বিভিন্ন নম্বর থেকে দেওয়া মিসড কলেরও উত্তর দিতেন না ৷ কারণ এই দুটিই খুব সহজ পদ্ধতি ফোন হ্যাক করে নেওয়ার ৷ সরকার যাতে এই সাংবাদিকের কোনও ফোনেই নজর রাখতে না পেরে তার জন্য তাঁরা নতুন পদ্ধতি নেয় ৷ সেখানে তারা রাদি কোনও ওয়েবসাইট খুললেই সেটাকেই টার্গেট করে নেয় ৷

ফরেন্সিকে যে প্রমাণ পাওয়া যায় তাতে বোঝা গেছে নেটওয়ার্ক ইঞ্জেকশনের দ্বারাই এগুলি করা হয়েছে ৷ এটা পুরোপুরি স্বয়ংক্রিয় একটি পদ্ধতি ৷ যেখানে হ্যাকার একটি সেলুলার সিগন্যালকে ইন্টারসেপ্ট করে ৷ কেউ কোনও ওয়েবসাইটে যাওয়ার অনুরোধ করলেই এটা হয় ৷

মিলিসেকেন্ডেরও কম সময়ে একটি ভুয়ো ওয়েবসাইটে চলে যায় ব্যবহারকারী কাছে আর তার গ্যাজেটে স্পাইওয়্যার কোড ডাউনলোড হয়ে যায় ৷ এটা ফোনকে রিমোট অ্যাকসেসে নেওয়ার অনুমতি দেয় ৷ এরপর ব্যবহারকারী নিজের পছন্দের ওয়েবসাইটে চলে যায়, এটি এত দ্রুত হয় যে ব্যবহারকারী সেটা বুঝতেও পারে না ৷

আরও পড়ুন : হোয়াটসঅ্যাপে এই অপশন অন করেছেন তো ? না হলে কিন্তু পড়তে পারেন বিপদে

Gmail 4
Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest