এ বার হাতঘড়িতেই লেনদেন সম্ভব! এসবিআইয়ের সঙ্গে জোট বেঁধে টাইটানের নতুন সম্ভার

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

বর্তমানে নতুন পরিস্থিতিতে খুচরো কেনাকাটায় সুরক্ষিত এবং নিরাপদ পেমেন্টের ব্যবস্থাও জরুরি হয়ে পড়েছে। বিশ্বের পঞ্চম বৃহত্তম ঘড়ির ব্র্যান্ড, টাইটান কোম্পানি লিমিটেড, দেশের বৃহত্তম রাষ্ট্রায়ত্ত ব্য়াঙ্ক স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া (এসবিআই)-র যৌথ উদ্যোগে ইওনো এসবিআই পরিচালিত ‘টাইটান পে’-এর সূচনা করল।

এই অংশীদারিত্বের মাধ্যমে, টাইটান এবং এসবিআই ভারতে এই প্রথম কন্টাক্টলেস পেমেন্টের জন্য একাধিক স্টাইলিশ নতুন ঘড়ি নিয়ে এল। এর ফলে এসবিআই অ্যাকাউন্টধারীরা তাঁদের হাতের “টাইটান পে ওয়াচ” ঘড়িটি কন্টাক্টলেস পেমেন্ট পস মেশিনে ট্যাপ করে অর্থাৎ পস মেশিনের সামনে নিয়ে গেলেই পেমেন্ট হয়ে যাবে।

কী সুবিধা এই হাতঘড়ির?

*এ ধরনের লেনদেনের জন্য এসবিআই অ্যাকাউন্টধারীদের আর এসবিআই কার্ড সোয়াইপ বা ব্যবহার করতে হবে না।

*২০০০ টাকা পর্যন্ত পেমেন্টের ক্ষেত্রে পিন লাগবে না।

আরও পড়ুন: অ্যাপ ছাড়াই ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম ভিডিও ডাউনলোড করতে চান? জেনে নিন পদ্ধতি

*ট্যাপি টেকনোলজিস -এর একটি সার্টিফায়েড ও সুরক্ষিত নিয়ার ফিল্ড কমিউনিকেশন (এনএফসি) চিপ ঘড়ির স্ট্র্যাপের মধ্যে থাকবে, যার মাধ্যমে স্ট্যান্ডার্ড কন্টাক্টলেস এসবিআই ডেবিট কার্ডের সমস্ত কাজ করা সম্ভব হবে।

*দেশের ২০ লক্ষের ও বেশি কন্টাক্টলেস মাস্টার কার্ড-সক্ষম পয়েন্ট অব সেল (পিওএস) মেশিনে এই ঘড়ির মাধ্যমে পেমেন্ট করা সম্ভব হবে।

দাম কত?

এই এক্সক্লুসিভ ঘড়ির সম্ভারে পুরুষদের জন্য তিনটি এবং মহিলাদের জন্য দু’টি স্টাইলের ঘড়ি রয়েছে।

এসবিআই এবং টাইটান গ্রাহকদের কাছে সমাদৃত করতে আকর্ষণীয় ঘড়িগুলির মূল্য ২,৯৯৫ টাকা থেকে শুরু করে ৫,৯৯৫ টাকার মধ্যে নির্ধারণ করা হয়েছে।

www.titan.co.in-এ এই অনন্য সম্ভার পাওয়া যাচ্ছে।

আরও পড়ুন: TikTok-এর অনুকরণ! ভারতীয় বাজার দখল করতে এবার ইউটিউব শর্টস আনছে Google

 

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest