নিউজ কর্নার ওয়েব ডেস্ক : ভুয়ো মেসেজ মাঝে মধ্যেই থাবা বসায় হোয়াটসঅ্যাপে। মানুষকে বিভ্রান্ত করে। সিকিউরিটি রিসার্চ ফার্ম ইসেট এমনই একটি অভিনব স্ক্যাম মেসেজ আবিষ্কার করেছে। এই নতুন স্ক্যামটি ঘুরছে হোয়াটসঅ্যাপে।
হোয়াটসঅ্যাপের দশতম জন্মবার্ষিকীতে এই স্ক্যামটি মানুষকে বোকা বানাচ্ছে। এটি হাতিয়ার করেছে ১০তম জন্ম বার্ষিকীকে। এই স্ক্যামে একটি ভুয়ো খবর ছড়ানো হচ্ছে। লেখা থাকছে হোয়াটসঅ্যাপের ১০ তম জন্ম বার্ষিকীতে সংস্থা এক হাজার জিবি ডেটা বিনামূল্যে গ্রাহকদের উপহার দিচ্ছে।এই ফ্রি ইন্টারনেট সুবিধা পাওয়ার জন্য ওই মেসেজেই দেওয়া একটি লিঙ্কে ক্লিক করে উত্তর দিতে হবে কিছু প্রশ্নের। ফ্রি ইন্টারনেট পাওয়ার আশায় বহু মানুষ ইতিমধ্যে ওই লিঙ্কে ক্লিকও করেছেন, কিন্তু পাননি এক হাজার জিবি ফ্রি ইন্টারনেট।
ফরোয়ার্ড হয়ে আসা মেসেজটিতে এক হাজার জিবি বিনামূল্যে পাওয়ার ফাঁদ পাতা হয়েছে বেশ সাজিয়ে গুছিয়ে, যাতে মেসেজটি দেখে বিশ্বাসযোগ্য বলেই মনে হয়। এই লিঙ্কে ক্লিক করলেই তা আপনাকে নিয়ে যাবে অন্য একটি পেজে, যেখানে ফ্রি ইন্টারনেট পাওয়ার জন্য আপনাকে একটি সমীক্ষায় অংশ নিতে বলা হয়। সেখানে হোয়াটসঅ্যাপ আপনার কেমন লাগছে থেকে এই লিঙ্ক কোথা থেকে পেলেন- এইধরনের প্রশ্ন করা হয়। এর পর বিনামূল্যে ইন্টারনেট পাওয়ার জন্য এই লিংকটি আরও ৩০ জনকে ফরোয়ার্ড করতে বলা হয়।
এই লিঙ্কটি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট হ্যাক করছে না, কিংবা কোনও রূপ অর্থও হাতাচ্ছে না সরাসরি আপনার থেকে। তবে এই লিঙ্কে ক্লিক করলে লাভ হবে প্রতারকদের কারণ তাদের বানানো ওই মিথ্যা লিঙ্কে যত বেশী ক্লিক হবে, ততই অর্থ ঢুকবে তাদের অ্যাকাউন্টে। এই ধরণের প্রতারকদের মূল লক্ষ্য থাকে বেশি সংখ্যায় মানুষের কাছে পৌছানোর। বিভিন্ন ভুয়ো অফার বা বিজ্ঞাপনে ক্লিক করলেই মেলে অর্থ।
এই ডোমেন সাইট থেকেই এর আগে নেসলে, আডিডাস বা রোলেক্স ঘড়ি বিনামূল্যে দেওয়ার দাবি করে ভুয়ো সাইট তৈরি করা হয়েছিল। হোয়াটসঅ্যাপের মতোই এই পণ্যগুলিকে বিনামূল্যে পুরস্কার হিসাবে দেওয়া হবে বলে দাবি করা হয়েছিল। গবেষকরা হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের এই ধরনের যে কোনও ভুয়ো লিঙ্কে ক্লিক করা থেকে দূরে থাকার পরামর্শ দিয়েছেন।