কাশ্মীরের বাদগামে হাত ফস্কে পালাল দুই জঙ্গি,রাজৌরিতে পাক গোলায় মৃত জওয়ান

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

The News Nest: মধ্য কাশ্মীরের বাদগাম জেলায় নিরাপত্তাবাহিনীর হাত থেকে ফস্কে গেল এক দল জঙ্গি। বৃহস্পতিবার সকালে এই সংঘর্ষ হয়। তবে ঘটনাস্থল থেকে অনেক গুলি, গোলা উদ্ধার করেছে পুলিশ। এক সন্দেহভাজনকেও গ্রেফতার করা হয়।  

বুধবার গভীর রাতে, পুলিশ, সেনা ও আধাসেনা যৌথ অপারেশন করে বাদগামের পাঠানপোরায়। সেখানে  ঘিরে ফেলা হয় জঙ্গিদের ঘাঁটি। বিপদ দেখে গুলি চালায় জঙ্গিরা, পালটা দেয় নিরাপত্তাবাহিনী। কিন্তু রাতের অন্ধকারের সুযোগ নিয়ে এনকাউন্টারস্থল  থেকে পালায় সন্ত্রাসবাদীরা। 

আরও পড়ুন : বিধায়ক পিছু ২৫ কোটির টোপ, রাজস্থান সরকার ফেলতে চাইছে বিজেপি, অভিযোগ গেহলটের

সিনিয়র পুলিশ অফিসার জানান যে দুইজন জইস জঙ্গি পালিয়েছে। তবে সেখানে নিজেদের অস্ত্রশস্ত্র ফেলে গিয়েছে তারা। সেনার মুখপাত্র জানিয়েছেন যে একজন সন্দেহভাজনকে আটক করা হয়েছে। ঘটনাস্থল থেকে মিলিছে ছটি ম্যাগাজিন, ১৮৭ রাউন্ড গুলি, একটি চিনা পিস্তল ও একটি গ্রেনেড।

অন্যদিকে জম্মু-কাশ্মীরের রাজৌরিতে পাক গোলায় মারা গেলেন এক ভারতীয় জওয়ান। এদিন তারকুন্ডি সেক্টরে যুদ্ধবিরতি লঙ্ঘন করে গুলি চালায় পাকিস্তানি সেনা। সমুচিত জবাব দেয় ভারতও। কিন্তু গোলা-গুলিতে শহিদ হন এক ভারতীয় জওয়ান। আহত হয়েছেন এক সাধারণ মানুষ। তিনি হাসপাতালে ভর্তি ও তাঁর অবস্থা স্থিতিশীল বলে সেনা সূত্রে জেনা গিয়েছে।

পুলিশ ও সেনা সূত্রে জানা গিয়েছে, বুধবার ভোর রাত থেকে মেন্ধার সেক্টরে নিয়ন্ত্রণরেখার গ্রামগুলি লক্ষ্য করে একাধিক পোস্ট থেকে আচমকাই মর্টার শেল থেকে গোলাবর্ষণ শুরু করেন পাক সেনা জওয়ানরা। তারকুণ্ডি এলাকায় মোতায়েন এক সেনা জওয়ান তাতে গুরুতর আহত হন। তাঁকে রাজৌরিতে সেনা হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানেই তাঁর মৃত্যু হয়।

পাক সেনার মর্টার শেলে আহত হয়েছেন রাজৌরির মাঞ্জাকোট এলাকার রাজধানী গ্রামের বাসিন্দা পেশায় পুলিশ কনস্টেবল নিয়ামতউল্লাহ। ছুটি নিয়ে বাড়িতে এসেছিলেন তিনি। পরে তাঁকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই তাঁর চিকিৎসা চলছে।

আরও পড়ুন : আসামী’ শি জিনপিং, ‘সাক্ষী’ মোদি ও ট্রাম্প! মামলা দেশের কোন আদালতে জানলে চোখ কপালে উঠবেই

Gmail 2
Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest