Site icon The News Nest

বনগাঁ পুরসভার দখল রাখল নিজেদের হাতেই রাখল তৃণমূল, ফের হাইকোর্টের দ্বারস্থ বিজেপি

কলকাতা: বনগাঁ পুরসভার দখল রাখল নিজেদের হাতেই রাখল তৃণমূল৷ হাই কোর্টের নির্দেশে হওয়া আস্থা ভোটে বৃহস্পতিবার বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় লাভ করল শাসকদল৷ সূত্রে খবর আস্থা ভোটে হাজির হননি বিজেপির কোনও কাউন্সিলর৷ ফলে ১৪-০ ভোটে জয়লাভ করেন বনগাঁ পুরসভার চেয়ারম্যান শংকর আঢ্য৷

গত ১৬ জুলাই মাসে বনগাঁয়ায় আস্থাভোট ঘিরে ব্যাপক অশান্তি হয়৷ তৃণমূল ও বিজেপি, দুই দলই বোর্ড গঠনের দাবি জানিয়েছিল। মামলা গড়ায় আদালতে।এরপর গত ২৬ অগাস্ট হাইকোর্টের বিচারপতি  সমাপ্তি চট্টোপাধ্যায় বনগাঁ পুরসভায় অনাস্থা প্রস্তাবের ওপর নতুন করে ভোটাভুটি করানোর নির্দেশ দেন। ১৬জুলাইয়ের ভোট খারিজ করে দেন তিনি। সেই মত আজ ছিল বনগাঁ পুরসভার আস্থাভোট।

আস্থাভোটকে কেন্দ্র করে এদিন সকাল থেকে বারসতে জেলাশাসকের দফতরের সামনে ছিল কড়া পুলিশি ব্যবস্থা। কোনও রকম আপ্রীতিকর ঘটনা রুখতে মোতায়েন ছিল ২০০ জনের বিশাল পুলিশ বাহিনী। মোতায়েন করা হয়েছিল র‌্যাফ। এছাড়া কোনও অপ্রীতিকর ঘটনা ঘটলে তার ছবি ক্যামেরা বন্দি করতে বেশ কয়েকজন ভিডিও গ্রাফারকেও এদিন নিয়োগ করা হয়েছিল জেলাশাসকের তরফে। এরই মধ্যে আগে থেকে চিঠি দিয়ে জানানো নির্দিষ্ট সময়ে একে একে কাউন্সিলররা জেলাশাসকের দফতরের ১ নম্বর কক্ষে উপস্থিত হন। কিন্তু এদিনের ভোটাভুটিতে সাত জন বিজেপি কাউন্সিলর উপস্থিত ছিলেন না। নির্দিষ্ট সময়ের মধ্যে তাঁরা না আসায় মাইকিং করে তাদের আসার জন্য আবেদন করা হয়।  কিন্তু তাতেও তাঁরা না আসায়, শেষ পর্যন্ত ২২ আসন বিশিষ্ট বনগাঁ পুরসভায় ১৩ জন তৃণমূল কাউন্সিলর ও ১ জন কংগ্রেস কাউন্সিলরের ভোটে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে পুরসভা নিজেদের দখলেই রাখল তৃণমূল।

অন্যদিকে, বনগাঁ পুরসভার এই আস্থা ভোটে বেনিয়মের অভিযোগ তুলে এদিন আবার হাই কোর্টের দ্বারস্থ হয়েছে বিজেপি৷ আদালতে মামলা দায়ের করেছেন বিজেপির চার কাউন্সিলর৷ তাঁদের অভিযোগ, হাই কোর্টের আগের নির্দেশ মান্য করে বৃহস্পতিবারের আস্থা ভোটের আয়োজন করা হয়নি৷ কারণ, রায়ে হাই কোর্ট বলেছিল, আগেরবার যে কাউন্সিলররা অনাস্থা প্রস্তাব এনেছিলেন, তাঁদের সেই প্রস্তাবের ভিত্তিতেই এদিন আস্থা ভোট করতে হবে৷ কিন্তু ইতিমধ্যে অনেক কাউন্সিলর বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছেন৷ তাই বৃহস্পতিবারের ভোট সেই প্রস্তাব মেনে হচ্ছে না৷

Exit mobile version