Site icon The News Nest

মিলেছে কেন্দ্রের ছাড়পত্র, লকডাউনেই খুলছে CBSE-র ৩০০০ স্কুল!

নয়াদিল্লি: দেশজুড়ে লকডাউনের মধ্যেই সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন-এর (CBSE) অন্তর্গত ৩ হাজার স্কুল খোলার অনুমতি দিল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। দশম ও দ্বাদশ শ্রেণির বোর্ডের পরীক্ষার খাতা দেখার কাজ শুরু করার জন্য এই অনুমতি দেওয়া হয়েছে।

গত ১৯ থেকে ৩১ মার্চের মধ্যে দশম ও দ্বাদশ শ্রেণির যে সমস্ত পরীক্ষা হওয়ার কথা ছিল সব পরীক্ষা স্থগিত করে দেওয়া হয়েছিল। আগামী ১ জুলাই থেকে ১৫ জুলাইয়ের মধ্যে সেই পরীক্ষাগুলি অনুষ্ঠিত হবে।

আরও পড়ুন: Happy Mother’s Day: কোহলি থেকে যুবরাজ, সাইনা থেকে সানিয়া, মায়েদের জন্য বার্তা ক্রীড়া ব্যক্তিত্বদের…

যে সমস্ত পরীক্ষা হয়ে গিয়েছে তার খাতা দেখার কাজ দ্রুত শুরু করে দিতে চায় বোর্ড। পরীক্ষার খাতা দেখার কেন্দ্র হিসেবে দেশজুড়ে ৩,০০০ স্কুলকে চিহ্নিত করা হয়। এই সমস্ত CBSE-র অনুমোদিত স্কুল খোলার অনুমতি চেয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে আবেদন করেছিল মানসম্পদ উন্নয়ন মন্ত্রক। শনিবার আনুষ্ঠানিকভাবে সেই অনুমতি মিলেছে। ৩০০০ স্কুলের পাশাপাশি CBSE-এর ১৬টি আঞ্চলিক দফতর খোলারও অনুমতি মিলেছে। কোভিড-১৯ গাইডলাইন মেনে এই সমস্ত দফতরে কাজকর্ম শুরু করা যাবে বলে জানিয়েছে অমিত শাহের মন্ত্রক।

আরও পড়ুন: MothersDay2020: মাতৃ দিবসে শুভেচ্ছা মমতার

Exit mobile version