হিমালয়ের হাতছানি! পর্যটকদের জন্য খুলতে চলেছে হিমাচলপ্রদেশ, মানতে হবে স্বাস্থ্য বিধি

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

ভ্রমণপ্রেমীদের জন্য সুখবর৷ সব কিছু ঠিক থাকলে আগামী সপ্তাহেই হয়তো পর্যটনশিল্প চালু হয়ে যাবে হিমাচলপ্রদেশে৷

গোটা দেশের সঙ্গে হিমাচলপ্রদেশেও আনলক প্রক্রিয়া চলছে৷ কিন্তু হিমালয়ের কোলে এই স্বর্গীয় রাজ্যের পর্যটন শিল্প এখনও চালু হয়নি৷ রাজ্যের মুখ্যমন্ত্রী জয়রাম ঠাকুর জানিয়েছেন, গাইডলাইন মেনে পর্যটনশিল্প খোলা হবে হিমাচলপ্রদেশে৷ পর্যটকদের সঠিক ভাবে সেই গাইডলাইন মানতে হবে হিমাচলপ্রদেশে বেড়াতে গেলে৷

Himachal 1

হিমাচলপ্রদেশে ঢুকতে হলে পর্যটককে করোনা ভাইরাস টেস্ট নেগেটিভ দেখাতেই হবে৷ টেস্ট রিপোর্ট সঙ্গে রাখতে হবে সব সময়৷ সেই রিপোর্ট অবশ্যই আইসিএমআর অনুমোদিত ল্যাব থেকে হতে হবে৷পর্যটকদের কম করে ৫ থেকে ৭ দিনের জন্য যেতে হবে৷ বাকি সব গাইডলাইন শীঘ্রই জানিয়ে দেওয়া হবে৷ গত ২৪ ঘণ্টায় হিমাচলপ্রদেশে নতুন করে কেউ করোনা আক্রান্ত হয়নি৷ হিমাচলে মোট আক্রান্ত ১০৪৬ জন৷ ৯ জনের মৃত্যু হয়েছে এখনও পর্যন্ত৷

Himachal 4

ভারতের যেকটি রাজ্য পর্যটনের জন্য অত্যন্ত পরিচিত, তার মধ্যে একেবারে প্রথমের সারিতে থাকবে হিমাচল প্রদেশ। এই রাজ্যে সারাবছর পর্যটকদের আনাগোনা লেগেই রয়েছে। হিমাচলের মানালি বা শিমলার মতো জায়গার নাম লোকের মুখে মুখে ঘোরে। সুযোগ পেলেই বাঙালি পর্যটকেরা পুরী, দার্জিলিংয়ের বাইরে জীবদ্দশায় আর কোথাও যান বা না যান অন্তত একবার হিমাচলে ঘুরতে যাবেনই। তাই বাঙালিদের কাছে হিমাচল এক অত্যন্ত প্রিয় জায়গা। তাই পর্যটন শুরু হলে ভ্রমণপ্রিয় বাঙালি ভিড় জমাবে এই আসায় বুক বাঁধছে সেখানকার হোটেল মালিক থেকে শুরু করে টুর গাইডরা।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest