দরজা খোলা কেরালার , সুবিধা পাবেন ‘ওয়ার্ক ফ্রম হোটেল’ – এর

আপাতত কেরলের মুন্নার, থেক্কাডি, কুমারকম, মারারি, কোভালাম, ওয়েনাড ও কোচিতে এই সুবিধা পাওয়া যাচ্ছে।
Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

‘ওয়ার্ক ফ্রম হোম’ করে করে আপনি হাঁফিয়ে উঠেছেন? তাহলে অতিমারিতেই ঘুরে আসুন কেরল। অবাক হচ্ছেন? না, ‘গডস্ ওন কান্ট্রি’ আপনাকে অতিমারির সময় হাওয়া বদলের জন্য আহ্বান জানাচ্ছে।

ভারতীয় রেলের অনলাইন সাইট আইআরসিটিসি কোভিড পরিস্থিতিতে এক অভিনব প্রকল্প ভ্রমণপ্রেমীদের সামনে আনল। যার নাম ‘ওয়ার্ক ফ্রম হোটেল’। মানে আপনি ট্যাঁকে করে আপনার ল্যাপটপটা নিয়ে গিয়ে প্রকৃতির মাঝে কেরলর কোনও রিসর্টে বসে কাজ করতে পারেন। কাজের মাঝে জানলা খুলেই দেখবেন ‘ঈশ্বরের নিজের দেশের’ প্রাকৃতিক সৌন্দর্য্য। প্রফেশনালরা বাড়ি বসে ‘ওয়ার্ক ফ্রম হোম’ করতে করতে মানসিকভাবে বিপর্যস্ত হওয়া থেকে পাওয়া যাবেন মুক্তি। একইসঙ্গে কাজও হবে, আর হবে প্রকৃতির মাঝে ঘোরাও।

আরো পড়ুন: বেড়াতে যাচ্ছেন? ব্যাগে রাখতে ভুলবেন না এই ৩টি জিনিস…

কেরলর বিশেষ কিছু অঞ্চলে ‘ওয়ার্ক ফ্রম হোটেল’-এর প্যাকেজের ব্যবস্থা রয়েছে। মুন্নার, অ্যালেপ্পি, কুমাকম, কোচিন, কোভালাম, থেক্কাডি এবং ওয়্যানাদের হোটেলগুলি আপনি এই অতিমারির মধ্যেও বুক করতে পারেন। কিছুদিন থেকে কাজও করতে পারেন সেখানে। আইআরসিটিসির নিয়ম অনুযায়ী আপনার প্যাকেজ হতে হবে কমপক্ষে পাঁচ রাতের। অবশ্য সেখানে তার বেশিও থাকতে পারেন আপনি। আইআরসিটিসির কথায় কেরলর আরও বিভিন্নও অংশে এই প্যাকেজ করা যেতে পারত এই অতিমারির মধ্যে।

তিনজনকে সঙ্গে নিয়ে পাঁচদিন থাকতে পারবেন। সেক্ষেত্রে মাথা পিছু খরচ পড়বে ১০ হাজার ১২৬ টাকা। এই খরচের মধ্যে অন্তর্ভুক্ত নিয়মিত জীবাণুমুক্ত ঘর, তিন বেলার খাবার ও দিনে দু’বার চা কিংবা কফি, বিনামূল্যে ওয়াইফাই, গাড়ি রাখার জন্য পার্কিং ও ট্রাভেল ইনস্যুরেন্স। প্যাকেজ বুক করা যাবে অনলাইনে। আপাতত কেরলের মুন্নার, থেক্কাডি, কুমারকম, মারারি, কোভালাম, ওয়েনাড ও কোচিতে এই সুবিধা পাওয়া যাচ্ছে।

আরো পড়ুন: মাঝ সমুদ্রে দিন যাপন করতে চান? ভাড়া নিতে পারেন এই দ্বীপ

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest