দোলে বেড়াতে যাবেন ভাবছেন? চোখ বুলিয়ে নিন স্পেশ্যাল ট্রেনের তালিকায়

জনসাধারণের সফর যাতে সুবিধাজনক হয়, সেজন্য বিভিন্ন রুটে বেশ কিছু হোলি স্পেশ্যাল ট্রেন চালানোর কথাও ঘোষণা করেছে রেল মন্ত্রক।
Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

আর কয়েকদিন পরই দোল। এ বছর ২৮ এবং ২৯ মার্চ, এই দু’দিন ধরে চলবে উদযাপন। ২৮ তারিখ রবিবার। আর ২৯ তারিখ সোমবার হলেও অনেকেরই অফিস ছুটি রয়েছে। তাই দোলের উইকেন্ডে ঘুরতে যাওয়ার প্ল্যান বানিয়ে ফেলেছেন অনেকেই। ব্যাগ গোছানোও হয়ে গিয়েছে। এ বার শুধু বেরিয়ে পড়ার পালা।

আগে থেকে ডেস্টিনেশন ঠিক করে রেখেছেন অনেকে। কিন্তু যাঁরা ভাবছেন হাতে সময় কম তাই কাছাকাছি কোথাও ঘুরতে গেলেই ভাল, তাঁদের ক্ষেত্রে সফরের মাধ্যম অবশ্যই হতে হবে ট্রেন। কিন্তু ট্রেনে সফর করবেন ভাবলেই তো হবে না, টিকিট কাটতে হবে, রিজার্ভেশনের ব্যাপার রয়েছে। সেই সঙ্গে অতি অবশ্যই জেনে নিতে হবে যে কোন দিন কোন ট্রেন চলছে। কারণ বেড়াতে যাওয়ার সঙ্গে সঙ্গে ফেরার পরিকল্পনাও কিন্তু আগে থেকেই ছকে রাখতে হবে।

মার্চের দ্বিতীয় বা তৃতীয় সপ্তাহ থেকেই ভ্রমণ পিপাসুরা সফরে বেরিয়ে পড়বেন বলে মনে করা হচ্ছে। কিন্তু এ বছর কোভিড পরিস্থিতিতে বাড়তি সতর্কতা রাখতে হবে সকলকে। রেল মন্ত্রকের তরফেও বেশ কিছু নিয়মাবলী জারি করা হয়েছে। তবে জনসাধারণের সফর যাতে সুবিধাজনক হয়, সে জন্য বিভিন্ন রুটে বেশ কিছু হোলি স্পেশ্যাল ট্রেন চালানোর কথাও ঘোষণা করেছে রেল মন্ত্রক।

এইসব ট্রেন প্রতিদিন, বাই-উইকলি, ট্রাই-উইকলি কিংবা উইকলি চলবে। অর্থাৎ রোজ, সপ্তাহে দু’দিন, সপ্তাহে তিনদিন কিংবা সপ্তাহে একদিন চলবে এইসব হোলি স্পেশ্যাল ট্রেন। কেন্দ্রীয় রেল মন্ত্রকের সেই হোলি স্পেশ্যাল ট্রেনের তালিকায় দেখে নিন।

০৩৫১২ আসানসোল-টাটানহর স্পেশ্যাল ট্রেন (রবিবার, মঙ্গলবার এবং শুক্রবার)

০৩৫১১ টাটানগর-আসানসোল স্পেশ্যাল ট্রেন (রবিবার, মঙ্গলবার এবং শুক্রবার)

০৩৫০৯ আসানসোল-গোন্দা স্পেশ্যাল ট্রেন (সোমবার)

০৩৫০৭ আসানসোল-গোরখপুর স্পেশ্যাল ট্রেন (শুক্রবার)

০২৩৩৫ ভাগলপুর-লোকমান্য তিলক টি স্পেশ্যাল ট্রেন (প্রতিদিন)

০২৩৩৬ লোকমান্য তিলক টি-ভাগলপুর স্পেশ্যাল ট্রেন (প্রতিদিন)

০৩৫১০ গোন্দা-আসানসোল স্পেশ্যাল ট্রেন (বুধবার)

আরও পড়ুন: খরচ, মাত্র ৫০ টাকা! গঙ্গাবক্ষে চালু হল ভাসমান গ্রন্থাগার

০৩৫০৮ গোরখপুর-আসানসোল স্পেশ্যাল ট্রেন (শনিবার)

০৩৪০২ দানাপুর-ভাগলপুর স্পেশ্যাল ট্রেন (প্রতিদিন)

০৩৪১৯ ভাগলপুর-মুজফফরপুর স্পেশ্যাল ট্রেন (প্রতিদিন)

০৩৪২০ মুজফফরপুর-ভাগলপুর স্পেশ্যাল ট্রেন ( প্রতিদিন)

০৩০২৩ হাওড়া-গয়া স্পেশ্যাল ট্রেন ভায়া সাহেবগঞ্জ (প্রতিদিন)

০৩০২৪ গয়া-হাওড়া স্পেশ্যাল ট্রেন ভায়া সাহেবগঞ্জ (প্রতিদিন)

০২৩১৫ কলকাতা-উদয়পুর সিটি স্পেশ্যাল ট্রেন (বৃহস্পতিবার)

০২৩১৬ উদয়পুর সিটি-কলকাতা স্পেশ্যাল ট্রেন (সোমবার)

০২৩৬১ আসানসোল-সিএসটি মুম্বই স্পেশ্যাল ট্রেন (রবিবার)

০২৩৬২ সিএসটি মুম্বই-আসানসোল স্পেশ্যাল ট্রেন (বুধবার)

০৩০০২ Siudihawada স্পেশ্যাল ট্রেন (প্রতিদিন)

০৩৫০৬ আসানসোল-দিঘা স্পেশ্যাল ট্রেন (রবিবার)

০৩৫০৫ দিঘা-আসানসোল স্পেশ্যাল ট্রেন (রবিবার)

০৩৪১৮ মালদা টাউন-দিঘা স্পেশ্যাল ট্রেন (বৃহস্পতিবার)

০৩৪১৭ দিঘা-মালদা টাউন স্পেশ্যাল ট্রেন (বৃহস্পতিবার)

০৩৪২৫ মালদা টাউন-সুরাট স্পেশ্যাল ট্রেন (শনিবার)

০৩৪১৫ মালদা টাউন-পাটনা স্পেশ্যাল ট্রেন (বুধবার, শুক্রবার এবং রবিবার)

০৩৪১৬ পাটনা-মালদা টাউন স্পেশ্যাল ট্রেন (বৃহস্পতিবার, শনিবার, সোমবার)

০৩১৬৫ কলকাতা-সিতামারি স্পেশ্যাল ট্রেন (শনিবার)

০৩১৬৬ সিতামারি-কলকাতা স্পেশ্যাল ট্রেন (রবিবার)

০৩৫০২ আসানসোল-হলদিয়া স্পেশ্যাল ট্রেন (রবিবার ছাড়া বাকি দিন)

০৩৫০১ হলদিয়া-আসানসোল স্পেশ্যাল ট্রেন (রবিবার ছাড়া বাকি দিন)

যাত্রীরা ট্রেন ছাড়ার সময় এবং গন্তব্যে পৌঁছনোর সময়, কটা সিট রয়েছে এবং অন্যান্য ডিটেলস দেখতে পারবেন IRCTC-র অফিশিয়াল ওয়েবসাইটে। শেষ মুহূর্তের হুড়োহুড়ি এড়ানোর জন্য আগে থেকেই টিকিট বুক করার পরামর্শ দিয়েছে রেল মন্ত্রক। এ ছাড়াও ট্রেনে সফরের সময় প্রত্যেক যাত্রীকে রেল মন্ত্রকের কোভিড সতর্কতায় ‘সেফটি প্রোটোকল’ মেনে চলার কথা বলা হয়েছে।

আরও পড়ুন: সঙ্গী হোক প্রিয়জন! রইল, কলকাতার ৫টি সেরা রুফটপ রেস্তোরাঁর সন্ধান,

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest