বেড়াতে যাচ্ছেন? ব্যাগে রাখতে ভুলবেন না এই ৩টি জিনিস…

দু’-চারটি জামা ব্যাগে ভরে নিয়েই রওনা দেওয়ার দিন আর নেই। ব্যাগ গোছানোর সময়ে আরও মন দিন।
Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

এত দিন কোভিডের ভয়ে ঘরে বসে থাকলেও, আর যে পারা যাচ্ছে না। তবে খেয়াল রাখুন, এখন বেড়ানোর নিয়ম বদলেছে। দু’-চারটি জামা ব্যাগে ভরে নিয়েই রওনা দেওয়ার দিন আর নেই। ব্যাগ গোছানোর সময়ে আরও মন দিন। খেয়াল রাখুন, যেন বাদ না পড়ে যায় কোভিড-কালের অতি প্রয়োজনীয় কিছু জিনিসপত্র।

কী কী নিতে হবে?

বাড়তি মাস্ক

হাতের কাছে বেশ কয়েকটি মাস্ক রাখুন। একটি নিয়ে রওনা দেবেন না। পথে কোথাও পড়ে যেতে পারে নিজের মাস্কটি। সঙ্গীদেরও প্রয়োজন পড়তে পারে। পরিস্থিতি যেমন, এক মুহূর্তও মাস্ক ছাড়া পথে চলাফেরা করা যাবে না।

আরও পড়ুন: বাড়ছে পর্যটন, আপনিও উইক এন্ডে ঘুরে আসুন বাংলার ‘ফুলের উপত্যকা’ ক্ষীরাই-এ

পকেট স্যানিটাইজার

বেড়াতে যাওয়ার আনন্দে আবার স্যানিটাইজার ফেলে চলে যাবেন না যেন। পারলে একাধিক ছোট ছোট বোতল রাখুন। যাতে সব সময়ে পকেটে স্যানিটাইজার থাকে। রাস্তায় ঝালমুড়ি খেতে ইচ্ছে হলেও আগে একটু স্যানিটাইজ করে নেবেন হাতটা।

অক্সিমিটার

পাহাড়-জঙ্গলে ঘুরতে গিয়ে হঠাৎ শরীর খারাপ লাগলে কিন্তু অক্সিমিটার পাওয়া সহজ হবে না। কোভিড চলে যায়নি। বরং সংক্রমণ বাড়ছেই। ফলে যে কোনও সময়ে অসুস্থ হওয়ার আশঙ্কা থাকেই। একটি অক্সিমিটার অবশ্যই সঙ্গে রাখুন।

বেড়াতে যাওয়ার সময়ে অনেক কিছুই নিতে ইচ্ছে করে। ফলে এমন বেরসিক জিনিসপত্র ভুলে যাওয়ার প্রবণতা থাকেই। তবে মনে রাখবেন, এ সব ছাড়া এখন কোনও ভাবেই চলা সম্ভব নয়।

আরও পড়ুন: শীতের বিদায়বেলায় বেরিয়ে পড়ুন ড্যানিশ-ফ্রেঞ্চ ইতিহাসের ছোঁয়া নিতে, গঙ্গা বক্ষে কাটিয়ে আসুন সারাদিন

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest