ট্রেনে সেঁটে থাকা পোস্টার কেটে ক্রপ টপ! ভাইরাল তরুণীর কীর্তি

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

করোনা কালে নিউ নর্মাল জীবনের সঙ্গে ধীরে ধীরে অভ্যস্ত হচ্ছি আমরা। সোশ্যাল ডিসট্যান্সের (Social Distance) মতো শব্দের সঙ্গে পরিচয় হয়েছে। শুধু পরিচয়ই নয়। হাতেকলমে সেই নিয়ম মানছিও না। সেই সোশ্যাল ডিসট্যান্স নিয়ে ঘটল যত কাণ্ড। ব্রিটেনের এক ফ্যাশন ডিজাইনিংয়ের ছাত্রীর কীর্তিতে রীতিমতো সরগরম নেটদুনিয়া।

সম্প্রতি ইউকের ফ্যাশন ডিজাইনিংয়ের ছাত্রী এমন এক ঘটনা ঘটিয়েছেন যা দেখে হাঁ হয়ে গেছে গোটা নেটদুনিয়া। ঝড়ের বেগে ভাইরাল হয়েছে তাঁর ছবি। মহারি থারস্টন টাইলার নামের এই ছাত্রী ব্রিটেনের রেল স্টেশনের ‘সোশ্যাল ডিসটেন্সিং’ পোস্টারগুলোকে খুলে নিয়ে ক্রপ টপ হিসেবে পরে নেন। তিনি শুধু নিজে পরেছেন তা নয়, সেটা আবার অনলাইনে বিক্রিরও ব্যবস্থা করেন। শপিং অ্যাপ ডেপোপ-এ রাখেন আর এক একটা ক্রপটপের দাম ১৫ পাউন্ড ধার্য করেন। তিনি লেখেন, “খুব সীমিত সংখ্যায় আছে। উপযুক্ত মাপের টপ বেছে নিন। প্রয়োজনে আমাকে মেসেজও করতে পারেন।”

আরও পড়ুন: ‘কাউকেই ঠকাতে পারব না’, একই মণ্ডপে দুই প্রেমিকাকে বিয়ে বস্তারের যুবকের

বিষয়টি নজরে পড়ে ডেপোপ কর্তৃপক্ষের। এই ধরনের জিনিসপত্র বিক্রি আদতে নিয়ম লঙ্ঘন বলে জানিয়ে দেওয়া হয় ওই তরুণীকে। এমনকী ওই ক্রপ টপটি বিক্রিও বন্ধ করে দেওয়া হয়। বর্তমানে ডেপোপের টুইটার (Twitter) কিংবা ইনস্টাগ্রামে (Instagram) আর ওই ক্রপ টপের ছবি দেখা যাচ্ছে না।

বিপাকে পরে ওই তরুণী জানিয়েছেন , স্টেশন থেকে সোশ্যাল ডিসট্যান্সের এই পোস্টারগুলি চুরি করেননি। বাইরে পড়ে ছিল সেগুলিই নিয়েছিলেন। তাঁর আর্থিক অবস্থা ভাল না হওয়ার ফলে ওই ধরনের ক্রপ টপ বিক্রির সিদ্ধান্ত নিয়েছিলেন। তবে নিয়মবিরুদ্ধ কাজ করছে, তা বুঝতে পারেননি তিনি। যে ক্রপ টপগুলি বিক্রি হয়েছে সেগুলির টাকা ফেরত দিয়ে দেবেন বলেই আশ্বাস তরুণীর।

আরও পড়ুন: সোনা কিনতে গেলেই লাগবে kYC? জানুন আসল সত্যি…

 

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest