Adidas sports bra advertisement banned for showing bare breasts

Controversy: ‘স্পোর্টস ব্রা’-এর প্রচারে উন্মুক্ত স্তন, নিষেধাজ্ঞা বিতর্কিত বিজ্ঞাপনে

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

সব রকম আকারের স্তনের জন্যই অন্তর্বাস তৈরি করেন তাঁরা। তাই স্তনের আকার যেমনই হোক না কেন, লজ্জিত হওয়ার দরকার নেই। এ হেন বার্তা দিতেই বিশ্বের অন্যতম বৃহৎ একটি ক্রীড়াসামগ্রী প্রস্তুতকারী সংস্থা সম্প্রতি একটি বিজ্ঞাপন দেয় নেটমাধ্যমে। বিজ্ঞাপনটিতে বিভিন্ন আকারের স্তনের ছবির একটি কোলাজ ব্যবহার করা হয়। আর তাতেই চটে যান নেটাগরিকদের একাংশ। বহু সংখ্যক অভিযোগ জমা পড়ায় শেষ পর্যন্ত নেটমাধ্যমে বন্ধ হয়ে গেল বিজ্ঞাপনটির প্রচার। ঘটনাটি ঘটেছে ইংল্যান্ডে।

কিছুদিন আগে স্পোর্টস ব্রায়ের বিজ্ঞাপনে সকলকে চমকে দিয়েছিল প্রখ্যাত সংস্থা অ্যাডিডাস বিজ্ঞাপন জুড়েই ছিল স্তনের উন্মুক্ত প্রকাশ। সংস্থাটির দাবি, এই বিজ্ঞাপনের মাধ্যমে একরকমের ইনিক্লুসিভিটি-র বার্তাই দেওয়া হয়েছিল। কী সেই বার্তা? বলা হয়েছিল, স্তনের আকৃতি বিভিন্নরকমই হতেই পারে। তাই অন্তর্বাসও যে একরকম হবে তার কোনও মানে নেই। এই বার্তা দিয়েই ৪০টিরও বেশি প্রকারের অন্তর্বাস বাজারে এনেছিল তারা।

সম্প্রতি এ নিয়ে আপত্তি জানায় ব্রিটেনের ‘অ্যাডভার্টাইজিং স্ট্যান্ডার্ডস অথোরিটি’। এই সিরিজের বিজ্ঞাপনটির উপর নিষেধাজ্ঞা চাপিয়েছে সংস্থাটি। তাদের দাবি, অন্তর্বাসের বিজ্ঞাপন হলেও এখানে পোশাকের উপর জোর নেই। বরং নারীশরীরের একটি বিশেষ অংশের উপরই জোর দেওয়া হয়েছে, যা বাঞ্ছনীয় নয়। প্রকারন্তরে তা নগ্নতাকেই প্রমোট করছে। তা ছাড়া এই ধরনের বিজ্ঞাপন যেভাবে প্রদর্শিত হচ্ছে, তাতে সব বয়সের মানুষই দেখতে পাচ্ছেন। বাচ্চাদের উপর এর প্রভাব পড়ছে বলেও দাবি সংস্থাটির। এ ছাড়া উইমেন অবজেক্টিফিশনের অভিযোগও উঠেছে বিজ্ঞাপনটির বিরুদ্ধে। অর্থাৎ, নারীশরীরকে যৌনবস্তু হিসাবে দেখানো হচ্ছে বলেও অভিযোগ ওঠে। নানা অভিযোগের ভিত্তিতেই আপাতত কোপ পড়েছে বিজ্ঞাপনটির উপর।

যদিও অন্তর্বাস প্রস্তুতকারক সংস্থার পালটা দাবি, বিজ্ঞাপনটি কখনোই নারীকে পণ্যায়িত করেনি। নারীশরীর সম্পর্কে একরৈখিক ধারণা যাতে ভাঙে, সে কারণেই এই বিজ্ঞাপনের অবতারণা। সে কারণেই তারা বহু ধরনের স্পোর্টস ব্রা তৈরি সিদ্ধান্ত নিয়েছিল। স্কুল বা ধর্মীয় স্থানের কাছাকাছি এই বিজ্ঞাপনের প্রদর্শনী হয়নি বলেও আত্মপক্ষ সমর্থনে জানিয়েছে সংস্থাটি। বিজ্ঞাপনটি নিয়ে তারা গর্বিত বলেও দাবি করেছে তারা।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest