বাইরে তুষারঝড়ে বিধ্বস্ত কাশ্মীর। সাদা বরফে প্রায় কিছুই দেখা যাচ্ছে না বাইরে। অথচ সেই সময়েই ঘোড়ায় চড়ে এলেন এক তরুণ। অ্যামাজনের অর্ডার ঠিক মত ডেলিভারি দিতেই বরফের মধ্যে উপায় না পেয়ে ঘোড়ায় চড়ে হাজির হয়েছেন সেই ডেলিভারী বয়।
দৃশ্যটির ভিডিও ইতিমধ্যেই সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। এমনকী অ্যামাজনও টুইট করে নিশ্চিত করেছে যে এই ব্যক্তি একজন ডেলিভারি এক্সিকিউটিভ।
Amazon delivery innovation ?#Srinagar #Kashmir #snow pic.twitter.com/oeGIBajeQN
— Umar Ganie (@UmarGanie1) January 12, 2021
আরও পড়ুন: ট্রেনে সেঁটে থাকা পোস্টার কেটে ক্রপ টপ! ভাইরাল তরুণীর কীর্তি
মঙ্গলবার থেকেই টুইটার ও ফেসবুকে ভাইরাল হয়েছে শ্রীনগরের ডেলিভারি বয়ের ভিডিওটি। ভিডিওতে ডেলিভারি দেওয়া ব্যক্তি কিংবা ডেলিভারি নেওয়া ব্যক্তি, দু’জনেরই মুখ মাস্কে ঢাকা। ঘোড়ায় চেপে একেবারে গ্রাহকের দুয়োরে এসে নামেন অ্যামাজনের ডেলিভারি বয় (Amazon Delivery boy)। নেমে নিয়মমাফিক জিনিসটি দিয়ে সইয়ের পর্ব সারেন।
কাজ মিটে গেলে ফের ঘোড়ায় চেপে রওনা দেন। অনলাইন ডেলিভারি পৌঁছানোর এই অভিনব ব্যবস্থা দেখে উচ্ছ্বসিত নেটিজেনরা। টুইটারে একজন জানিয়েছেন, শ্রীনগরের এই ঘোড়সওয়ার ডেলিভারি বয়ের নাম সিরাজ। তাঁকে পুরস্কৃত করার দাবিও জানিয়েছেন তিনি।
বিষয়টি অ্যামাজনের হেল্প সেন্টারের নজরেও এসেছে। তা নিয়ে টুইটও করা হয়েছে। যাতে ‘প্রোডাক্ট সেফটি’ এবং ‘ডেলিভারি অ্যাসোসিয়েট’-এর পাশে টিক চিহ্ন দেওয়া হয়েছে। তারপরই ইংরাজিতে জিজ্ঞাসা চিহ্ন দিয়ে লেখা হয়েছে “কিন্তু তুষারপাত? তাতেও পৌঁছানোর ব্যবস্থা আছে। কীভাবে?” প্রশ্নের উত্তরে ঘোড়ার ইমোজি ব্যবহার করা হয়েছে। সবশেষে হ্যাশট্যাগ দিয়ে লেখা হয়েছে, “ডেলিভারিং স্মাইলস।”
আরও পড়ুন: গ্যাস বেলুনে চেপে মহাকাশে পাড়ি দিল সিঙারা! কিন্তু পৌঁছল কি? দেখুন ভিডিও…