‘Jab We Jet’! যুদ্ধবিমান রাফালের আগমনে আমুলের ডুডল, মজায় মাতল নেটপাড়া

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

দীর্ঘ অপেক্ষার পর আজ বুধবার আম্বালা বায়ুসেনা বেসে নামবে পাঁচটি রাফাল যুদ্ধবিমান। এই যুদ্ধবিমান অবতরণকে উৎসর্গ করে নতুন ডুডল বানালো ডেয়ারি ব্র্যান্ড আমুল (Amul)। এই গেম চেঞ্জার যুদ্ধবিমানের জন্য আমুলের নতুন বিজ্ঞাপনে লেখা হল “Jab We Jet”। ছবিতে দেখা যাচ্ছে, রাফাল যুদ্ধবিমানের সামনে ভারতীয় বায়ুসেনার পোশাকে দাঁড়িয়ে আছে আমুলের ম্যাসকট।

ত সোমবার ফ্রান্স থেকে রওনা দেওয়া পাঁচটি রাফাল রাত কাটিয়েছে সংযুক্ত আরব আমীরশাহির আবুধাবি লাগোয়া আলডাফরা এয়ারবেসে। সেখানে জ্বালানিও ভরা হয়েছে। বেলা ১১টা নাগাদ টেকঅফের পর দুটোয় আম্বালায় অবতরণ রাফালের।

‘অতিথি’দের ঘিরে এই মুহূর্তে সাজো সাজো রব পড়ে গিয়েছে অম্বালা বায়ুসেনা ঘাঁটি এবং সংলগ্ন এলাকায়। রাফাল এসে পৌঁছনোর আগে নিশ্ছিদ্র নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে অম্বালা বায়ুসেনা ঘাঁটিকে। বায়ুসেনা ঘাঁটি সংলগ্ন এলাকায় জারি হয়েছে ১৪৪ ধারা। একসঙ্গে চার জনের বেশি মানুষ জমায়েত করতে পারবেন না সেখানে। ড্রোন ওড়ানো, ছবি তোলা এবং ভিডিয়ো রেকর্ড করার উপরও নিষেধাজ্ঞা বসানো হয়েছে।

দিল্লির মৌসম ভবনের পূর্বাভাস বলছে, আম্বালার আকাশে জমতে পারে মেঘ। এমনকী, বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। তাই তেমন পরিস্থিতিতে দ্বিতীয় পন্থা হিসেবে যোধপুর বায়ুসেনা বেসকে তৈরি রাখা হয়েছে। এদিকে রাফালের আগমনে এদিন আম্বালা বায়ুসেনা বেসে যাচ্ছেন ভারতীয় বায়ুসেনার প্রধান রাকেশ ভাদৌরিয়া। প্রথম যুদ্ধবিমানটির টেল নম্বর RB-001, যা বায়ুসেনা প্রধান রাকেশ ভাদৌরিয়ার নামের আদ্যাক্ষরকে বোঝায়। ভারতীয় বায়ুসেনার ১৭ নম্বর স্কোয়াড্রন যার পোশাকী নাম গোল্ডেন অ্যারোস, তারই অন্তর্ভুক্ত হতে চলেছে এই ৫ রাফাল যুদ্ধবিমান। এখনও পর্যন্ত ভারত ১০টি রাফাল যুদ্ধবিমানের মালিক। পাঁচটি ভারতের উদ্দেশে রওনা হয়েছে। আর বাকি পাঁচটি প্রশিক্ষণের কারণে এখনও ফ্রান্সেই রয়েছে।

 

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest