Delhi Metro: Girl travels in Delhi Metro in bra and micro miniskirt. Delhi Metro issues statement

Delhi Metro: ব্রা-মাইক্রোমিনি পরে সফর তরুণীর! ভাইরাল হতেই পোশাক গাইডলাইন জারি দিল্লি মেট্রোর

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

দিল্লি মেট্রোর ভিতরে বসে স্বল্পবসনা তরুণী। অন্তর্বাস ছাড়া বাকি শরীরে একটি সুতো পর্যন্ত নেই। এক মনে বসে ফোন ঘেঁটে চলেছেন। সকলের চোখ তাঁর দিকে থাকলেও তাঁর সে বিষয়ে বিশেষ মাথাব্যথা নেই। মাঝেমধ্যে মাথা তুলে এ দিক ও দিক দেখে নিচ্ছেন।  ৩১ মার্চ টুইটারে ভাইরাল হয় এমনই একটি ভিডিও। তরুণীর পোশাক নিয়ে শোরগোল পড়ে যায় সর্বত্র। দেশজুড়ে সমালোচনার জেরে নয়া নির্দেশিকা জারি করল দিল্লি মেট্রো কর্তৃপক্ষ।

মেট্রো (Delhi Metro) কর্তৃপক্ষের তরফে সোমবার একটি বিবৃতি প্রকাশ করে যাত্রীদের উদ্দেশে বলা হয়, মেট্রো যাত্রায় যেন সামাজিক শিষ্ঠাচার বজায় রাখা হয়। এমন কোনও পোশাক যেন কোনও যাত্রী না পরেন, যাতে বাকিদের অস্বস্তি হয় কিংবা বিষয়টি স্পর্শকাতর হয়ে পড়ে।

আরও পড়ুন:  NMACC Party: হালুয়ার সঙ্গে গোঁজা গোছা গোছা ৫০০ টাকার নোট! VIRAL আম্বানিদের গিফট

৩১ মার্চ টুইটারে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায় দিল্লির এক মেট্রোয় কোলে ব্যাগ নিয়ে বসে আছে এক তরুণী। তবে, তিনি সিট ছেড়ে উঠতেই দেখা যায় তাঁর পরনে একটি ব্রা এবং মাইক্রোমিনি স্কার্ট। ভিডিওর ক্যাপশনে লেখা ‘না, ইনি উরফি নন’। ঝড়ের বেগে ছড়িয়ে পড়া এই টুইটে আছড়ে পড়ে প্রচুর মন্তব্য।

অনেকেই ব্যঙ্গ এবং কটুক্তি ছুড়ে দিয়েছেন এই তরুণীর উদ্দেশে। নারী স্বাধীনতার অপব্যবহার করছেন ওই তরুণী এমন মন্তব্য ধেয়ে এসেছে। পাশাপাশি, নেহাতই মনোযোগ আকর্ষণের জন্য এমন পোশাক বেছে নিয়েছেন তিনি এমনও অভিযোগ অনেকের তরফ থেকেই। তবে, এই বক্তব্যের সম্পূর্ণ বিপরীতে দাঁড়িয়ে দিল্লির ওই তরুণীর সমর্থনেও সুর চড়িয়েছেন অনেকে। অনুমতি না নিয়ে ছবি তোলায় তাঁর গোপনীয়তা ভঙ্গ হয়েছে এমনই দাবি কিছু নেটিজেনের। পাশাপাশি, স্বাধীন দেশে নিজের মনের মতো পোশাক পরার অধিকার সকলেরই রয়েছে এমনও বক্তব্য কয়েকজনের।

জানা গিয়েছে,  ১৯ বছরের তরুণী ‘দিল্লির উরফি’র আসল নাম রিদ্‌ম চানানা। পঞ্জাবের ফতেগড়ের সাহেব সিটি এলাকার বাসিন্দা।  বর্তমানে দিল্লিতে থাকেন রিদ্‌ম। পড়াশোনার সূত্রেই তিনি সেখানে থাকেন। পড়াশোনার পাশাপাশি নাচের প্রশিক্ষণও নেন তিনি। রিদ্‌ম ইনস্টাগ্রাম প্রভাবী হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করার চেষ্টায় রয়েছেন। তাঁর ইনস্টা হ্যান্ডেলের নাম ‘প্রিটি পেস্ট্রি’। তাঁর ছবি ভাইরাল হওয়ার পর থেকে তাঁর ফলোয়ারের সংখ্যা বেড়েই চলেছে।

আরও পড়ুন: Viral Video: হবু বরকে দেখতে পেয়েই উত্তেজিত কনে, ছুঁড়ে দিলেন Flying Kiss

 

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest