Dhruv Rathee, wife Juli Lbr announce they are expecting first child

Dhruv Rathee: সেপ্টেম্বরেই আসছে বেবি রাঠি! বড় আপডেট দিলেন ইউটিউবার ধ্রুব

আসছে নতুন সদস্য। আগামী সেপ্টেম্বর মাসেই তাঁর জীবন বদলে যেতে চলেছে। বাবা হতে চলেছেন ইউটিউবার ধ্রুব রাঠি (Dhruv Rathee)। মঙ্গলবার ইন্সটাগ্রাম ও এক্স হ্য়ান্ডেলে এই সুখবর ভাগ করে নেন ধ্রুব রাঠি।

মঙ্গলবার ধ্রুব রাঠি নিজের অফিসিয়াল ইসন্টাগ্রাম প্রোফাইল থেকে সস্ত্রীক ছবি পোস্ট করেন। যেখানে স্ত্রী জুলির বেবি বাম্প স্পষ্ট। ক্যাপশনে ইউটিউবার লিখেছেন, ‘আগামী সেপ্টেম্বর মাসে বেবি রাঠি দুনিয়ার আলো দেখতে চলেছে।’সোশ্যাল মাধ্যমে এই সুখবর দিতেই শুভেচ্ছাবার্তায় উপচে পড়ে ফিড। সকলেই অভিনন্দন জানিয়েছেন রাঠি দম্পতিকে। অনেকে আবার মজা করে লিখেছেন, ধ্রুব রাঠি ২.০ আসছে।

২০২১ সালে অস্ট্রিয়ার ভিয়েনা শহরের ভেল্বেডিয়ার প্যালেসে নিজের গার্লফ্রেন্ড জুলি এলভিয়ারের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন ধ্রুব রাঠি। দীর্ঘ কয়েক বছর ধরে দু’জনে ডেট করেন। একটি সাক্ষাৎকারে ধ্রুব বলেছিলেন, ‘১৯ বছর বয়সে জুলির সঙ্গে প্রথম সাক্ষাৎ। প্রথমটায় খানিকটা অস্বস্তিবোধ করেছিলাম। আমি জুলির সামনে লজ্জা পেতাম। তারপর ধীরে ধীরে প্রতিদিন দেখা করতে শুরু করলাম। দীর্ক্ষক্ষণ ফোনে কথা বলতাম আমরা। তখনই একে অপরের প্রেমে পড়ি। কয়েক বছর ডেট করার পর আমরা বিয়ের সিদ্ধান্ত নিই।’

রাজনৈতিক চ্যানেলের পাশাপাশি ইউটিউবে একটি ট্রাভেল চ্যানেলও চালান ধ্রুব রাঠি। সেখানে দেশ-বিদেশের ট্রাভেল ভ্লগ আপলোড করেন তিনি। ওই চ্যানেলেই ২০২১ সালে নিজের বিয়ের ভ্লগও আপলোড করেছিলেন ধ্রুব রাঠি। জার্মান প্রেমিকা জুলির সঙ্গে খ্রিস্টান ও হিন্দু মতে বিয়ে হয় তাঁর।

প্রসঙ্গত, দেশের অন্যতম জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠি। ২০ মিলিয়ন অর্থাৎ ২ কোটিরও বেশি সাবস্ক্রাইবার রয়েছে তাঁর ইউটিউবে। মূলত সামাজিক ও রাজনৈতিক বিষয় নিয়েই ভিডিয়ো বানান ধ্রুব রাঠি। সরকারের বিরুদ্ধে নানা ইস্যু নিয়ে সুর চড়াতেও দেখা গিয়েছে তাঁকে।