Eid-e-Milad-un-Nabi Mubarak : Wishes, Images, Quotes, Messages, Status, Photos

Eid-E-Milad-Un-Nabi Wishes: বিশ্ব নবী দিবসের শুভেচ্ছাপত্র পাঠিয়ে শুভেচ্ছা জানান সকলকে

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

ঈদ-ই-মিলাদ-উন-নবি (Eid-E-Milad-Un-Nabi) হল শেষ নবির জন্মদিন হিসেবে মুসলমানদের পালিত একটি উৎসব। হিজরি বর্ষের তৃতীয় মাস রবিউল আউয়াল-এর বারো তারিখে এ উৎসব অনুষ্ঠিত হয়। রবিবার এবার ১২ রবিউল আওয়াল। প্রিয়নবী হজরত মহম্মদ (সা.) এর জন্ম ও মৃত্যুদিবস হল এই ১২ রবিউল আওয়াল। যাকে ”ঈদ-ই-মিলাদ-উন-নবী”ও (Eid Milad) বলা হচ্ছে। কোথাও কোথাও “ফতেহা দোয়াজ জাম”ও বলা হয়ে থাকে।

ঈদ-ই-মিলাদ-উন-নবির শুভেচ্ছা জানাতে দি নিউজ নেস্ট (The News Nest) নিয়ে এসেছে শুভেচ্ছাপত্র। এগুলি পরিবার, পরিজন, আত্মীয়-স্বজনদের মধ্যে শেয়ার করে নিন।

আরও পড়ুন: নেতা কিংবা অভিনেতা-অভিনেত্রীদের মধ্যে ধর্ম খুঁজছেন ? সেটা আপনার মূর্খামি

আরও পড়ুন: গান্ধী থেকে বার্নড শ, কার্লাইল থেকে হার্ট – সকলেই আপ্লুত মুহাম্মদের(PBUH) জীবনবোধে

ধর্মপ্রাণ মুসলিমরা প্রিয় নবি হজরত মহম্মদ সাঃ-এর জন্মদিন ধুমধামের সঙ্গে পালন করে থাকে। তবে মুসলিম বিশ্বের একাংশ আবার জন্মদিন পালনে উৎসাহী নয়, তা বলাই বাহুল্য। ভারত ছাড়া পাকিস্তান, বাংলাদেশ,  ইথিওপিয়া, তুরস্ক, নাইজেরিয়া, শ্রীলঙ্কা, ফ্রান্স, ইতালি, জর্ডান ও মালদ্বীপের মতো দেশে পালিত হয় এই নবী দিবস।

এই সময় রাস্তা, মসজিদ, মাজার ও আবাসিক এলাকা সহ সারাদেশে বেশ কয়টি স্থান রঙিল আলোয় সাজানো হয়। সবুজ রং ইসলাম ও জান্নতের প্রতিনিধিত্ব করে।

 

 

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest