Guinness World Records: Family of nine members from Pakistan share the same birthday, holds world record

Guinness World Records: এই পরিবারের ৯ সদস্যেরই জন্মদিন একইদিনে, নাম গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

অধিকাংশ পরিবারেই কোনও সদস্যদের জন্মদিন নিয়ে অজস্র পরিকল্পনা থাকে বাকি সদস্যদের। কিন্তু, সেই পরিবারের সব সদস্যের জন্মদিনই যদি একই তারিখে পড়ে, তাহলে? ঠিক এমনটাই ঘটেছে পাকিস্তানের লারকানার একটি পরিবারে। ওই পরিবারের ৯ জন সদস্যের জন্ম একই তারিখে! ১ অগস্ট। এর ফলে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসেও নাম উঠে গিয়েছে পরিবারটির।

আমির আলি ও খুদেজার সাতজন সন্তান। প্রত্যেকের বয়স ১৯ বছর থেকে ৩০ বছরের মধ্যে। এই সন্তানদের মধ্যে দু’জোড়া যমজও রয়েছে। দুই যমজ কন্যা সাসুই এবং সপনা। আর, দুই যমজ পুত্র আম্মার ও আহমার। বাকি তিন সন্তান- সিন্ধু, আমির ও অম্বরের জন্মও একই তারিখে।

আরও পড়ুন: Nita Ambani: বিশ্বের সবচেয়ে দামি গাড়ি কিনলেন আম্বানি, দাম জানলে চমকে যাবেন

১ আগস্ট তারিখটি বাবা-মা আমির এবং খুদেজার জন্যও বিশেষ কারণ এই দিনে তাঁদের বিবাহ বার্ষিকীও। তাদের বিয়ে হয়েছিল ১ আগস্ট ১৯৯১ এবং ঠিক এক বছর পরে, ১ আগস্ট ১৯৯২ সালে তাঁদের বড় মেয়ের জন্ম হয়।একই তারিখে জন্ম নেন আরও ৬ সন্তান। এর আগে এই রেকর্ডটি ছিল আমেরিকার কামিন্স পরিবারে। ওই পরিবারে ৫ সন্তান ২০ ফেব্রুয়ারি জন্মগ্রহণ করেছিলেন , ১৯৫২ থেকে ১৯৬৬ সালের মধ্যে।

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের পক্ষ থেকে জানানো হয়-  “প্রতিটি সন্তানের জন্মই হয়েছে প্রাকৃতিকভাবে। কোনও জটিলতা ছাড়াই। সিজারিয়ান সেকশনের মাধ্যমে নির্দিষ্ট সময়ের আগেও জন্ম হয়নি কারও”।

আরও পড়ুন: Trending: পাতলা পেট চাইলে, পেটের উপর রুটি বেলুন! বলছেন শরীরচর্চার প্রশিক্ষক

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest