Happy Independence Day 2023: Happy Independence Day 2023 Wishes Messages Quotes Status In Bengali

Happy Independence Day 2023: স্বাধীনতা দিবসে সকলকে পাঠান এই মেসেজ, শুভেচ্ছাবার্তা

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

দেশকে স্বাধীন করার লড়াই থেকে নিজেদের মৌলিক অধিকারের লড়াই, এই সবকিছুই জন্ম দিয়েছে এক স্বর্ণোজ্জ্বল ইতিহাসের। আজ ভারতবর্ষ স্বাধীন।এই বিশেষ দিনটি ভারতবাসীর কাছে কোনও উৎসবের থেকে কম নয়। স্বাধীনতা উদযাপন উপলক্ষে প্রিয়জন-আত্মীয়দের অনুপ্রেরণামূলক বার্তা পাঠাতে পারেন। সেই বার্তা, ছবি স্টেটাস দিতে পারেন নিজের সামাজিক মাধ্যমগুলিতে। স্বাধীনতা দিবস উপলক্ষে কী কী ভালো বার্তা পাঠানো যায় জেনে নিন।

  • দেশের পতাকার মান রক্ষার ভার তুলে নিন নিজের কাঁধে। ঐক্যবদ্ধ হন। গর্জে উঠুন দুর্নীতির বিরুদ্ধে। স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানাই।
  • আসুন ঐক্যবদ্ধ হই। ভেদাভেদ ভুলে গড়ে তোলার শপথ নিই এক নতুন ভারত। যেখানে ধর্মান্ধতার পরিবর্তে ভালবাসাই হবে একমাত্র ধর্ম। বন্দে মাতরম!
  • যাঁরা নিজের প্রাণ ও রক্ত দিয়ে দেশ স্বাধীন করেছেন, সেই সকল বীর যোদ্ধাদের জানাই আন্তরিক সম্মান। শুভ স্বাধীনতা দিবস।

আরও পড়ুন: Bengali Language: ইংরেজি মিডিয়ামে স্কুলে বাংলা পড়ানো বাধ্যতামূলক! সিদ্ধান্ত মন্ত্রিসভার বৈঠকে

  • যে সকল মানুষ আমাদের জাতিকে অদম্য শক্তি দিয়ে রক্ষা করেছেন তাদের দৃঢ়তা এবং শক্তিকে আমরা সালাম জানাই।
  • এই স্বাধীনতা দিবসে আসুন আমাদের অতীতকে আনন্দ করি, বর্তমানকে ভালোবাসি এবং আশায় ভরা ভবিষৎকে আলিঙ্গন করি।
  • আসুন স্বাধীনতা সংগ্রামীদের চেতনা উদযাপন করি এবং আপনার স্বপ্নগুলিকে আরও উচ্চতর হতে দেখুন।
  • এই স্বাধীনতা দিবসে সেই বীর আত্মার প্রতি শ্রদ্ধা নিবেদন করি যারা আমাদের শান্তির জন্য বীরত্বের সঙ্গে লড়াই করেছিলেন।
  • সময় এসেছে অভ্যন্তরীণ প্রতিবন্ধকতা ভেঙে একটি ঐক্যবদ্ধ জাতি হিসাবে আমাদের ভাগ্যের সেতু নির্মাণ করার।

আরও পড়ুন: Anju in Pakistan: কেক কেটে পাকিস্তানের স্বাধীনতা দিবস পালন অঞ্জুর, বিয়ে করেই ভুললেন মাতৃভূমিকে!

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest