How Mumbai man’s ploy to hide Maldives trip from wife landed him in jail

Mumbai: স্ত্রীকে লুকিয়ে প্রেমিকার সঙ্গে দেখা করতে মালদ্বীপে ইঞ্জিনিয়র, ফিরতেই বিমানবন্দরে যা হল…

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

স্ত্রীর নজর থেকে বিবাহবহির্ভূত সম্পর্ক লুকোতে চেয়েছিলেন এক ব্যক্তি। প্রেমিকার সঙ্গে দেখা করতে তিনি যে মালদ্বীপ গিয়েছিলেন, তা স্ত্রীর নজরে আনতে চাননি। কিন্তু তাঁর সেই পরিকল্পনা সার্থক হল না। ধরা পড়ে গেলেন ওই ইঞ্জিনিয়র। এমনকী জেলেও গেলেন। কীভাবে?

বৃহস্পতিবার রাতে বছর ৩২-এর ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয় মুম্বই বিমানবন্দরে (Mumbai Airport)।আসলে মালদ্বীপ থেকে ফেরা ওই ব্যক্তির পাসপোর্ট হাতে নিয়েই চমকে যান বিমান সংস্থার কর্মীরা। দেখা যায়, পাশপোর্টের বেশকিছু পাতা ছিঁড়ে ফেলা হয়েছে। কেন এমন কাণ্ড করলেন ওই ব্যক্তি? চাপে পড়ে সবটা জানান তিনি। ইমিগ্রেশন দপ্তর সূত্রে জানা গিয়েছে, ওই ব্যক্তি পেশায় ইঞ্জিনিয়ার। বিবাহিত। যদিও অন্য এক মহিলার সঙ্গে অবৈধ সম্পর্কও রয়েছে তাঁর। ওই মহিলার সঙ্গেই প্রমোদ ভ্রমণে সম্প্রতি মালদ্বীপে যান ওই ব্যক্তি। যদিও বউকে বলে যান অফিসের কাজে বিদেশ যাচ্ছেন। পুরো বিষয়টা বউয়ের থেকে লোকাতেই আশ্চর্য কাণ্ড করে বসেন ওই ব্যক্তি। পাসপোর্টের আটটি পাতা ছিঁড়ে ফেলেন তিনি। যেখানে মালদ্বীপ ইমিগ্রেশনের শিলমোহর ছিল।

আরও পড়ুন: প্রাপ্তবয়স্ক না হলে খোলা যাবে না Instagram অ্যাকাউন্ট

কিন্তু বৃহস্পতিবার রাতে মুম্বই বিমানবন্দরে নেমে ইমিগ্রশন চেকিংয়ে যেতেই বিপাকে পড়েন। প্রশ্ন ওঠে কেন পাশপোর্ট এতগুলি পাতা ছিঁড়ে ফেলে হল? ইমিগ্রেশন দপ্তরের আধিকারিকেরা শুরুতে পাচার বা অন্য গুরুতর কিছু সন্দেহ করছিলেন। অভিযুক্তকে দ্রুত গ্রেপ্তার করা হয়। কিন্তু এরপর তাঁকে জিজ্ঞাসাবাদ করতেই ওই ব্যক্তি ভেঙে পড়েন এবং জানান, আসলে বউকে লুকিয়ে প্রেমিকার সঙ্গে মালদ্বীপে গেছিলেন তিনি। বিষয়টি বউয়ের চোখের আড়ালে রাখতেই পাসপোর্টের ওই পাতাগুলি ছিঁড়ে ফেলেন।

ইমিগ্রেশন দপ্তরের এক আধিকারিক বলেন, “ইচ্ছাকৃতভাবেই তিনি পাশপোর্টে ৩-৬ পাতা ও ৩১-৩৪ নং পাতা ছিঁড়ে ফেলেন। প্রতারণা ও জ্বালিয়াতির অভিযোগে ওঁকে গ্রেপ্তার করা হয়েছে।”

আরও পড়ুন: OMG! জন্মেই বিশ্বরেকর্ড পাকিস্তানি ছাগলের! কানের সাইজ কত জানেন?

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest