বাজেটের সঙ্গে আকবরের যোগের কথা জানেন? রইল এমনই কিছু অজানা তথ্য

ঠিক কী কী থাকবে বাজেটের ঝুলিতে, তা জানতে এখনও কিছুটা সময় বাকি রয়েছে হাতে। তবে, তার আগে হাজির করা হল বাজেটের ইতিহাস সম্পর্কিত নানা অজানা তথ্য।
Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

প্রতিবছরের মত এবারেও ১ ফ্রেব্রুয়ারি সংসদে অর্থ বাজেট (Union Budget 2021-22) পেশ করতে চলেছেন অর্থমন্ত্রী। দীর্ঘ লকডাউনের ফাঁড়া কাটিয়ে ধীরে ধীরে অর্থনীতির চাকা সঠিক দিশায় গড়াতে একাধিক পরিকল্পনা নিতে পারে কেন্দ্রীয় সরকার। ঠিক কী কী থাকবে বাজেটের ঝুলিতে, তা জানতে এখনও কিছুটা সময় বাকি রয়েছে হাতে। তবে, তার আগে হাজির করা হল বাজেটের ইতিহাস সম্পর্কিত নানা অজানা তথ্য। রইল বাজেট সম্পর্কিত নানা সাধারণ অথচ অজানা তথ্য…

বাজেটের প্রতিষ্ঠাতা কে?

১৮৫৮ সালে ব্রিটিশ পার্লামেন্টে পাস হয় ‘ভারত শাসন আইন’। রানির হয়ে ভারতের শাসনভার দেখাশোনার দায়িত্ব দেওয়া হয় ভাইসরয়কে। তাঁকে পরামর্শ দেওয়ার জন্য তৈরি হয় ইন্ডিয়ান কাউন্সিল। সেই কাউন্সিলে অর্থসংক্রান্ত বিষয় দেখাশোনা করতেন জেমস উইলসন। ১৮৬০ সালের ৭ এপ্রিল জেমস উইলসন কলকাতায় ভারতে ব্রিটিশ সরকারের প্রথম বাজেট বক্তৃতা দেন এবং ১৮৬০-৬১ অর্থবছরের বাজেট পেশ করেন। উইলসনই প্রথম গণতান্ত্রিক ওয়েস্ট মিনস্টার টাইপের সরকার পদ্ধতির আওতায় সরকারের আয়-ব্যয় ব্যবস্থাপনার বাজেট পেশ করেন। সম্রাট আকবর প্রবর্তিত ফসলি সনের আদলে এপ্রিল-মার্চকে অর্থবর্ষ হিসেবে মান্যতা দেওয়া হয়। তিনিই প্রথম বাজেটে আধুনিক আয়কর ব্যবস্থা প্রবর্তন করেন। উইলসনের ছিলেন লন্ডনের প্রভাবশালী ‘ইকোনমিস্ট’ পত্রিকার প্রতিষ্ঠাতা এবং ভারতে চাটার্ড ব্যাংকের প্রতিষ্ঠাতা।

আরও পড়ুন: ভোটার লিস্টে আপনার নাম রয়েছে কী? জেনে নিন কিভাবে Online-এ চেক করবেন

বাজেটে সংশোধন কীভাবে কার্যকর হয়?

সংসদের বাজেট অধিবেশনে বাজেট প্রস্তাবের ওপর বিস্তারিত আলোচনা হয়। এর জন্য প্রতিটি রাজনৈতিক দলকে অধ্যক্ষ নিজেদের বক্তব্য পেশ করার জন্য নির্দিষ্ট সময়ভিত্তিক সুযোগ দেয়। এই আলোচনার মধ্যে দিয়ে বিরোধী পক্ষ অনেকক্ষেত্রে বাজেট প্রস্তাবের ওপর সংশোধনী পেশ করে। সেটি গৃহিত হলে বাজেট সংশোধিত আকারে পেশ হয়।

ভারতীয় সংসদে কোনও বিল কীভাবে পাস হয়?

প্রথমে কেন্দ্রীয় সরকারের তরফে একটি খসড়া বিল তৈরি করে তা সংসদে আনা হয়। এরপর বিরোধীদের তরফে আনা সংশোধন প্রস্তাব মেনে নিলে সংশোধিত আকারে পুনরায় বিলটি পেশ করা হয়। অনেকক্ষেত্রে ধ্বনী ভোটে তা পাস হয়। আবার অনেকক্ষেত্রে বিরোধ চূড়ান্ত আকার ধারণ করলে গোপন ভোটাভুটি পদ্ধতি অবলম্বন করা হয়। সংখ্যাগরিষ্ঠতার জেরে অনেকক্ষেত্রে আবার বিরোধীদের আপত্তি থাকা সত্ত্বেও কোনও বিল পাস করিয়ে নেয়। লোকসভায় পাস হওয়ার পর বিলটি রাজ্যসভাতেও একই পদ্ধতিতে পাস করানো হয়। চূড়ান্ত অনুমোদনের জন্য রাষ্ট্রপতির কাছে বিলটি পাঠানো হয়। রাষ্ট্রপতি সাক্ষর করলে তা আইনে পরিনত হয়।

বাজেটের কোন অংশে ভোট হয় না?

ট্যাক্স রেভেনিউ-এর ক্ষেত্রে বাজেটে ভোট হয় না।

আরও পড়ুন: টাকলু হো জাউঙ্গা! ফের ভাইরাল একরত্তি অনুশ্রুতের চুল কাটার ভিডিও

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest