ভালোবাসা কারে কয়! বাংলো কিনে জীবনসঙ্গিনীর মোমের মূর্তি বসালেন কর্নাটকের ব্যবসায়ী

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

প্রয়াত স্ত্রীর স্মৃতিতে সুদৃশ্য বাংলো তৈরি করে তাঁর সিলিকনের মূর্তি স্থাপন করে দৃষ্টান্ত তৈরি করলেন কর্নাটকের কোপ্পলের বাসিন্দা পেশায় ব্যবসায়ী শ্রীনিবাস মূর্তি।

বছর তিনেক আগে মেয়েদের সঙ্গে তিরুপতি যাওয়ার সময় পথ দুর্ঘটনায় মারা যান মাধবী। এর বেশ কিছুদিন পর ওই বাংলো কেনেন শ্রীনিবাস মূর্তি। একাধিক আর্কিটেক্টের সঙ্গে দেখা করেন তিনি। তবে বাংলোয় কী ভাবে স্ত্রীর স্মৃতি ধরে রাখা যায় সে ব্যাপারে কেউই মনমতো উপায় বাতলে দিতে পারেননি। অবশেষে শ্রীনিবাসের সঙ্গে সাক্ষাৎ হয় মহেশ নামের এক আর্কিটেক্টের। তিনিই ব্যবসায়ী শ্রীনিবাসকে বুদ্ধি দেন বাংলোয় স্ত্রীর মোমের মূর্তি বসানোর।

এরপর তৈরি হয় মাধবীর মোমের মূর্তি। যার সঙ্গে একনজরে জীবন্ত মানুষের সঙ্গে কোনও ফারাকই ধরা পড়ে না। এর পর বাংলোর গৃহপ্রবেশ অনুষ্ঠানে আত্মীয়-বন্ধুদের নিমন্ত্রণ করে ভূরিভোজের ব্যবস্থা করেন শ্রীনিবাস। সকলেই বাংলোর ভিতরে বসে থাকা মূর্তি দেখে চমকে ওঠেন এবং প্রশংসাও করেন। শ্রীনিবাস বলছেন, “শিল্পীর কাজে আমি মুগ্ধ। মুর্তিতেও জীবন্ত লাগছে মাধবীকে। বাড়িতে অতিথি আসলে সবসময় হাসিমুখে আপ্যায়ন করত ও। এ বার থেকে চোখের সামনেই থাকবে মাধবী। হোক না মূর্তি, তাও মনে হবে যে আমার স্ত্রী সবসময়ই আমার সঙ্গে আছে।”

টুইটারেও ভাইরাল হয়েছে মাধবীর মোমের মূর্তির ছবি। শিল্পীর এমন নিখুঁত কাজ দেখে মুগ্ধ টুইটারিয়ানরা। কুর্নিশ জানিয়ে অনেকেই বলেছেন, মাদাম তুসোর মূর্তির থেকেও এই শিল্পীর কাজ অনেকগুণে ভাল। কেউবা বলেছেন, স্ত্রীর প্রতি স্বামীর ভালবাসা এমনই হওয়া উচিত।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest