Kedarnath avalanche: Huge cloud of snow hits Gandhi Sarovar

Kedarnath: পাহাড়ের গা বেয়ে নামছে পেল্লায় বরফের চাঁই! গান্ধী সরোবরের শিউরে ওঠা ভিডিয়ো প্রকাশ্যে

কেদারনাথে গান্ধী সরোবরের উপর বিশাল তুষারধস নেমে এল। রবিবার সকালে তুষারধসের ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে পুণ্যার্থীদের মধ্যে। সেই ঘটনার একটি ভিডিয়ো প্রকাশ্যে এসেছে। যদিও ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি The News Nest।

ভিডিয়োতে দেখা যাচ্ছে, কেদারনাথ মন্দিরের ঠিক পিছনের দিকে পাহাড়ের ঢাল বেয়ে সাদা মেঘের মতো তুষারধস নেমে আসছে। যদিও এই ঘটনায় কেউ হতাহত হননি বলে প্রশাসন সূত্রে খবর। সংবাদ সংস্থা এএনআইকে রুদ্রপ্রয়াগের পুলিশ সুপার বিশাখা অশোক ভাড়ানে জানিয়েছেন, ভোর ৫টা নাগাদ এই ঘটনাটি ঘটেছে। কোনও সম্পত্তি বা প্রাণহানি হয়নি।

চলতি মাসেই উত্তরাখণ্ডের হিমালয় পার্বত্য এলাকায় তুষারধসের একাধিক ছবি সামনে আসে। চোরাবারি হিমবাহের প্রায় চার কিলোমিটার উপরে কেদারনাথ এলাকাতেও সেই তুষারধসের ছবি দেখা যায়। জানা গিয়েছে, ক্রমাগত তাপমাত্রা বৃদ্ধির কারণে হিমালয় পার্বত্য অঞ্চলে এমন তুষারধস দেখা যাচ্ছে। এর আগে ২০২২ সালেও, সেপ্টেম্বর এবং অক্টোবরে এই অঞ্চলে তুষারধস নেমেছিল।

২০১৩ সালের ১৬ জুন মেঘ ভাঙা বৃষ্টিতে ভেসে গিয়েছিল কেদারনাথ সহ উত্তরাখণ্ডের বিস্তীর্ণ অঞ্চল। রেকর্ড পরিমাণ বৃষ্টিতে গলে গিয়েছিল চোরাবাড়ি হিমবাহ। মন্দাকিনী নদীর খাত বেয়ে নেমে আসে সেই হিমবাহ গলা জল-কাদা। এরপর কেটে গিয়েছে ১১ বছর। রবিবার যেন তাজা হয়ে উঠল সেই ভয়াবহ বিপর্যয়ের স্মৃতি। এদিন কেদারনাথ মন্দিরের ঠিক পিছনে চোরাবাড়ি এলাকায় নেমে আসে হিমবাহ। গান্ধী সরোবরের উপর দিয়ে যেন বয়ে গেল বরফের নদী।