বিয়ের আগে ফোটোশুট, যা নিয়ে অতিরিক্ত মাত্রায় ভাবনাচিন্তা করে নতুন প্রজন্মের একাংশ। নতুন জামা কেনা থেকে লোকশন বাছাই নিয়ে চলে আগাম পরিকল্পনা। সম্প্রতি কেরলের এক নব দম্পতি তাদের পোস্ট-ওয়েডিং এর ছবি শেয়ার করেছেন। যা দেখে থ নেটপাড়া।
করোনা (Coronavirus) কালেই সদ্য বিয়ে হয়েছে দু’জনের। ভাইরাসের আতঙ্কে বিয়েতে বিশেষ আয়োজন করা যায়নি। বিয়ের পরেও পাহাড় কিংবা সমুদ্রের নির্জনতায় হারিয়ে গিয়ে দু’জনের দু’জনকে খুঁজে পাওয়া সম্ভব হয়নি। নিরিবিলিতে মন দেওয়া নেওয়ার জন্য রয়েছে শুধু নিজেদের ঘর। কতক্ষণই বা নবদম্পতির সেখানে মন টেকে। তাই তাঁরা স্থির করেন পোস্ট ওয়েডিং ফটোশুটের (Post Wedding Photoshoot) মাধ্যমে নিজেদের প্রেমকে ফুটিয়ে তুলবেন।
View this post on Instagram
A post shared by Wedding stories Photography (@weddingstoriesphotography) on
ঋষি কার্তিকেয়ন এবং লক্ষ্মী তাঁদের ফটোগ্রাফার বন্ধুবান্ধবদের সঙ্গে যোগাযোগ করে কেরলের (Kerala) ইদুক্কি চা বাগানে যান। সেখানে ফটোশুট করেন তাঁরা। সেই ছবিগুলি ওই ফটোগ্রাফার বন্ধুরা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন। ওই ছবিতে দেখা গিয়েছে, দু’জনে দু’টি সাদা রঙের বিছানার চাদর জড়িয়ে রয়েছেন।
আরও পড়ুন: Elf of luck- নিয়ে এত মাতামাতি কেন? ছবিটি কি সত্যিই ভাগ্য ফেরাতে সক্ষম? সত্যিটা জানুন
ওই অবস্থায় কখনও তাঁরা চা বাগানে দৌড়ে পোজ দিয়েছেন। আবার কখনও চা বাগানে চাদর জড়িয়ে অন্তরঙ্গভাবে বসে থাকতে দেখা গিয়েছে। কোনও ছবিতে তাঁদের মধ্যে খুনসুটির প্রকাশ। আবার কোনওটায় যেন কাছে পাওয়ার তীব্র বাসনা ফুটে উঠেছে।
View this post on Instagram
A post shared by Wedding stories Photography (@weddingstoriesphotography) on
কিন্তু নেটদুনিয়ায় ছবি ছড়িয়ে যাওয়ার পর থেকে সমালোচনার শিকার দম্পতি। চাদরের তলায় আদৌ কোনও পোশাক রয়েছে, সেই প্রশ্নও তাঁদের দিকে ছুঁড়ে দিয়েছেন কেউ কেউ। আবার অনেকে ভারতীয় সংস্কৃতির প্রসঙ্গ তুলে এ ধরনের ছবিকে ‘অশালীন’ বলতেও ছাড়েননি।
View this post on Instagram
A post shared by Wedding stories Photography (@weddingstoriesphotography) on
তবে নেটিজেনদের একাংশ তাঁদের সমর্থনও করেছেন। প্রাপ্তবয়স্ক তরুণ-তরুণী যা ভাল বুঝেছেন তা করতেই পারেন, সেকথাও বলছেন অনেকেই। তবে আলোচনা যতই হোক না কেন, ফটোগুলি সোশ্যাল মিডিয়া (Social Media) থেকে কিছুতেই সরিয়ে দেবেন না বলেই সিদ্ধান্ত ওই দম্পতির।
আরও পড়ুন: Elf of luck- নিয়ে এত মাতামাতি কেন? ছবিটি কি সত্যিই ভাগ্য ফেরাতে সক্ষম? সত্যিটা জানুন