Man orders Football stockings gets bra instead, social Media response goes viral

ফুটবলের মোজা অর্ডার দিয়ে হাতে এল মহিলাদের অন্তর্বাস! তার পর…

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

ফুটবল খেলার মোজা (Football Stockings) অর্ডার করেছিলেন এক যুবক। জনপ্রিয় ই-কমার্স সংস্থা তাঁকে ডেলিভারি দিল মহিলাদের অন্তর্বাস। প্রোডাক্ট পেয়ে তো যুবকের মাথায় হাত। সংস্থাকে বিষয়টি জানানো হলেও রিপ্লেসের অপশন দেওয়া হয়নি বলে অভিযোগ ওই যুবকের। এরপর বাধ্য হয়েই টুইটারে গোটা ঘটনাটি শেয়ার করলেন তিনি। কি কিনতে চেয়েছিলেন, আর কি পেলেন, একই সঙ্গে উল্লেখ করলেন ই-কমার্স সংস্থা -মিন্ত্রা (Myntra) নামও।

টুইটারে ‘দুর্ভাগ্যের’ কথা জানিয়ে একটি পোস্ট করেছিলেন ওই যুবক। এমনকি যা অর্ডার করেছিলেন, আর যা এসে পৌঁছেছে তার ছবিও দিয়েছিলেন। যুবকের সেই পোস্টে মজাচ্ছলে অনেকে লিখেছেন, ‘আপনি তো নয় ব্রেসিয়ার পেয়েছেন। কিন্তু এক বার সেই মহিলার কথা ভাবুন যিনি বক্ষবন্ধনীর অর্ডার দিয়ে ফুটবলের মোজা পেয়েছেন। তাঁর কাছেও আপনার ক্ষমা চেয়ে নেওয়া উচিত।’

যে অনলাইন সংস্থা এই ‘বাক্স বদল’ ঘটিয়েছে টুইটার পোস্টে তাদের নামোল্লেখ করেই যুবক লেখেন, ‘অর্ডার দিয়েছিলাম ফুটবলের মোজা। বদলে এল ব্রেসিয়ার। শপিং সংস্থাটিকে জানাতে তারা বলেছে, তারা দুঃখিত। কিন্তু এ জিনিস ফেরত নেওয়া হবে না।’

এরপর নিজের পোস্টে ঠাট্টা করেই যুবক লিখেছেন, ‘আমি তাই ঠিক করেছি ফুটবল খেলার সময় এখন থেকে ৩৪সিসি মাপের ব্রেসিয়ারটিই পরে যাব। ওটিই হবে আমার ‘স্পোর্টস ব্রা’।’ যুবকের এই ঠাট্টার জবাবে এক জন লিখেছেন, ‘ব্রেসিয়ার যদি ছেলেরা পরে তবে সেটি আর ব্রেসিয়ার থাকবে না। নিঃসন্দেহে নাম বদলে ব্রো-সিয়ার হয়ে যাবে।’

অনলাইন শপিংয়ে বাক্স বদল নতুন ঘটনা নয়। মোবাইল ফোনের বদলে আধলা ইট বা কাঠের টুকরো এসে পৌঁছনোর ঘটনা বহু বার ঘটেছে। তবে এই ঘটনাটি সেই সব ঘটনাকে অনেক পিছনে ফেলে দিয়েছে বলে মনে করছেন অনেকে। তাঁদের কেউ কেউ আবার ওই যুবককে পরামর্শ দিয়েছেন, ‘আপনি বরং এ বার স্পোর্টস ব্রা অর্ডার করুন। তা হলে যদি ফুটবলের মোজা পাওয়া যায়।’

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest