Site icon The News Nest

Mother’s Day 2021:সামনেই মাদার্স ডে’! মায়ের এই উপহারগুলি পছন্দ হবেই

mothers day gifts

প্রতি বছর, বিশ্বজুড়ে পালিত হয় ‘মাতৃ দিবস’ বা ‘মাদার্স ডে’ (Mother’s Day)। এই বছর ‘মাতৃ দিবস’ পড়েছে আগামী ৯ মে (রবিবার)। এক নজরে দেখে নিন এই বছর এই বিশেষ দিনে মাকে কী উপহার দেবেন।

কেক বেক করুন

মাকে সারপ্রাইজ দিতে বানাতে পারেন তাঁর পছন্দের ফ্লেবারের কেক। অতিমারী পরিস্থিতিতে বাইরের থেকে জিনিস না আনাই ভাল। তাই বাড়িতে কেক বেক করলে আপনার মা-ও যেমন খুশি হবেন, সেই সঙ্গে সেটি কম ক্ষতিকারক হবে।

ফুলের তোড়া

ফুল ভালবাসেন না, এরকম মানুষ প্রায় দেখাই যায় না। তাই মাকে তাঁর পছন্দের ফুল উপহার দিন। যদি তিনি গার্ডেনিং করতে ভালবাসেন, তাহলে তাঁর পছন্দসই ইনডোর গাছও দিতে পারেন।

রান্না

অন্তত একটা দিন তাঁকে রোজকার কাজের থেকে একটু বিশ্রাম দিন। বিশেষ কোনও রান্না করুন মায়ের জন্য।

শাড়ি

সব মায়েদেরই পছন্দের তালিকায় থাকে শাড়ি। আর বাঙালিদের তো ঢাকাই শাড়ির প্রতি আলাদা টান। ‘মাদার্স ডে’ উপলক্ষে ঢাকাই কিংবা তাঁর পছন্দসই কোনও শাড়ি দিতেই পারেন মাকে।

আরও পড়ুন: Oxygen man! ২২ লাখের গাড়ি বেচে বিনামূল্যে অক্সিজেন বিলি শাহানওয়াজের

বাসনপত্র

বাড়িতে অনেক বাসনপত্র থাকলেও, নতুন বাসন উপহার পেলে মায়েরা খুশি হন। তাই প্রয়োজন বা পছন্দ মতো কিনতে পারেন কোন সেট।

ল্যাম্প শেড

মায়েরা সাধারণত ঘর সাজাতে খুব ভালবাসেন। তাই তাঁকে দিতে পারেন কোনও সুন্দর ল্যম্প শেড। তিনি নিঃসন্দেহে খুশি হবেন।

ব্যাগ

ভিন্ন ধরণের ব্যাগ মায়েদের কাজে লাগে। তাই তাঁর প্রয়োজন ও পছন্দ অনুসারে ব্যাগ উপহার দিতে পারেন তাঁকে। সেটি হাতে নেওয়া ব্যাগ ছাড়াও কাঁধে নেওয়া ব্যাগও হতে পারে।

অ্যাপ্লায়েন্স

যদি আবার বাজেট একটু বেশি থাকে, তাহলে মাকে উপহার দিতে পারেন বাড়ির প্রয়োজনীয় কোনও অ্যাপ্লায়েন্স।

ভালবাসা ও সময়

তবে সব শেষে বলা যে কোনও উপহার দেওয়ার পাশাপাশি মায়েদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ সন্তানের ভালবাসা ও সময়। তাই তাঁকে, তাঁর যোগ্য সম্মান ও ভালবাসা দিন রোজ। শুধু একদিন নয়, রোজই মন থেকে হোক আপনার ‘মাদার্স ডে’।

আরও পড়ুন: May Day : ১ মে কেন আন্তর্জাতিক শ্রম দিবস পালন করা হয় জানুন!

 

Exit mobile version