National Best Friends Day 2021: বিশেষ দিনে কীভাবে শুভেচ্ছা জানাবেন প্রিয় বন্ধুকে?

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

‘বন্ধু’ একটি শব্দ। কত আপন। আমাদের জীবনে বন্ধুর আবির্ভাব যে কখন হয়; তা আমরাও টের পাই না। হয়ত সেই ছোটবেলায় পাড়ায় খেলতে খেলতে বন্ধুত্ব; নয়ত স্কুলে পড়তে গিয়ে বন্ধুত্ব। সেই যে শুরু তারপর  দীর্ঘ হতে থাকে বন্ধুর তালিকা। আক্ষরিক অর্থে একজন ‘বেস্ট ফ্রেন্ড’- ই বোধহয় সত্যিকারের প্রাণের মানুষ। নির্দ্বিধায় যাকে মনের সব কথা উজাড় করে বলা যায়, ভাগ করে নেওয়া যায় সুখের মুহূর্ত, দুঃখের সময় যার ভরসার হাত ধরা যায়… সেই তো আসল বন্ধু। আর আজ সেই বিশেষ বন্ধুদের দিন।

৮ জুন ‘ন্যাশনাল বেস্ট ফ্রেন্ডস ডে’। প্রতি বছরই উদযাপন করা হয় এই বিশেষ দিন। অনেকেই হয়তো ‘ফ্রেন্ডশিপ ডে’- র সঙ্গে পরিচিত। কিন্তু ‘ন্যাশনাল বেস্ট ফ্রেন্ডস ডে’- র কথা হয়তো অনেকেরই অজানা। তাই যাঁরা নতুন করে এই দিনের কথা জেনেছেন, চট করে নিজের ‘প্রিয় বন্ধু’- র সঙ্গে একবার যোগাযোগ করে ফেলুন। মেসেজ নয়, ফোন করুন। মন খুলে কথা বলুন। স্মৃতি রোমন্থন করে প্রাণ খুলে হেসে নিন। দেখবেন এই মহামারী পরিস্থিতিতেও মন একদম হাল্কা, ফুরফুরে লাগবে।

আপনার জন্য রইল বেশ কিছু শুভেচ্ছা বার্তা –

আমার জীবনে তোমার উপস্থিতির জন্য নতুন আশার আলো দেখতে পেয়েছি। তুমি এমন একজন যে আমাকে বন্ধুত্বের আসল অর্থ শিখিয়েছ।

প্রথম যখন তোমায় দেখেছিলাম তখন, ভাল বলে মনে হয়েছিল। কিন্তু ধীরে ধীরে বুঝতে পারি তুমি শুধু ভালই নও, বরং একজন অসাধারণ মানুষ। আমার প্রিয় বন্ধু।

সময় এবং দূরত্ব দুটোই বন্ধুত্বে খুব গুরুত্বপূর্ণ। কিন্তু তোমার মতো একজন বন্ধু আমার হৃদয়ে থাকে। দূরত্ব কোনও বাধা হতে পারে না সেখানে।

জীবনে এমন একজন থাকা খুব দরকার, যার সঙ্গে যখন তখন, যে কোনও সময় কথা বলা যায়। হ্যাপি বেস্ট ফ্রেন্ড ডে।

আরও পড়ুন: ক্যানসারে মারা গিয়েছেন মাহুত, হাতির শেষ শ্রদ্ধা দেখে চোখের জলে ভাসল নেটিজেনরা

জীবনের প্রতিটি পদক্ষেপে যে আমার পাশে রয়েছে সেটা তুমি। আশা করি এই বন্ধুত্বের বন্ধন অটুট থাকবে।

জীবনের প্রতিটি জিনিস বা প্রতিটি মানুষ আমাকে খুশি করতে পারে না। কিন্তু তোমার ক্ষেত্রে এটা ব্যতিক্রম।

আমি সেই ভাগ্যবানদের মধ্যে একজন যে বন্ধুত্ব কাকে বলে তা বুঝতে পেরেছে। হ্যাপি বেস্ট ফ্রেন্ড ডে।

কিছু কিছু মানুষ এমন হয় যে, তাদের বাদ দিয়ে জীবনযাপন কল্পনাও করা যায় না। ঠিক তেমনই একজন বেস্ট ফ্রেন্ড।

আমার বান্ডেল অব জয়। আমাকে সব রকমভাবে সাহায্য এবং আমার উপর ভরসা রাখার জন্য ধন্যবাদ।

এই বিশেষ দিনের পিছনে রয়েছে কোন ইতিহাস? বিশ্বের সব দেশের ক্ষেত্রে কীভাবে এই দিনের সূচনা হয়েছিল তা জানা নেই। তবে আমেরিকায় ১৯৩৬ সালে ‘ন্যাশনাল বেস্ট ফ্রেন্ডস ডে’ পালন শুরু হয়েছিল। তবে আমেরিকা ছাড়াও বিশ্বের অন্যান্য দেশেও উদযাপন হয় বন্ধুত্বের এই বিশেষ দিন। তরুণ প্রজন্মের মধ্যে ‘ন্যাশনাল বেস্ট ফ্রেন্ডস ডে’ নিয়ে উন্মাদনা অনেক বেশি।

আরও পড়ুন: NoorJahan চাই? একটি আম খেতে হলে পকেট থেকে খসাতে হবে অন্তত ১০০০ টাকা!

 

 

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest