Russian soldiers send Tinder requests to women in Ukraine city

Ukraine-Russia Conflict: ‘বিছানায় এসো’, ইউক্রেনে পা রেখেই সুন্দরীদের কুপ্রস্তাব রুশ সেনার!

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

সমস্ত প্রতিরোধ গুঁড়িয়ে দিয়ে কিয়েভে ঢুকে পড়েছে রুশ বাহিনী। পালটা মার দিচ্ছে ইউক্রেনও (Ukraine)। এই ধুন্ধুমার পরিস্থিতির মধ্যেই সমস্যায় পড়েছেন ইউক্রেনের যুবতীরা। সূত্রের খবর মানলে, ডেটিং অ্যাপ টিন্ডারে নাকি তাঁদের কুপ্রস্তাব দেওয়া হচ্ছে রুশ সেনাদের প্রোফাইল থেকে। ‘তোমাকে বিছানায় চাই’, এমন কথাও নাকি লেখা হচ্ছে মেসেজে।

রুশ সৈনিকদের ডেটিং আবদার আসতে শুরু করার পরেই টিন্ডারের মহিলা গ্রাহকরা সতর্ক হয়ে গিয়েছেন। রাজধানী কিয়েভের পরেই ইউক্রেনের বড় শবর খারকিভ। এখন তাই কিভের মেয়েরা সম্ভ্রম বাঁচাতে এখনও পর্যন্ত কিছুটা নিরাপদ খারকিভকে ঠিকানা হিসেবে বাছছেন। জানা গিয়েছে, দলে দলে মেয়েরা টিন্ডারের সেটিংসে গিয়ে লোকেশন বদলে খারকিভ করে দিচ্ছেন। ইউক্রেনের এক ভিডিয়ো প্রোডিউসার ডাসা সিনলেনিকোভা সংবাদমাধ্যকে বলেছেন, ‘‘আমি আসলে কিভের বাসিন্দা। কিন্তু এখন টিন্ডারে ঠিকানা বদলে খারকিভ করে দিয়েছি। কারণ, আমার এক বন্ধুর কাছে জানতে পেরেছি টিন্ডার ছেয়ে রয়েছে রাশিয়ার সেনা।’’

জানা গিয়েছে, মহিলাদের কাছে ডেটিং-এর আবদার জানাতে রুশ সৈনিকরা সামরিক পোশাকেই আবির্ভূত হচ্ছেন। ডাসা জানিয়েছেন, এক রুশ সৈনিক বিছনায় অশ্লীল ইঙ্গিতে শুয়ে হাতে পিস্তল নিয়ে ছবি দিয়েছেন। আবার অনেকে খালি গায়ের ছবি দিয়ে মেয়েদের প্রলুব্ধ করতে চাইছেন।

দাসা জানান, আন্দ্রে নামের এক রুশ সেনা তাঁকে টিন্ডারে প্রেম প্রস্তাব দেন। কৌতূহলের বশে তাঁর সঙ্গে কিছুক্ষণ টিন্ডারে কথা বলেছিলেন দাসা।  আন্দ্রে দাবি করেন তিনি আসলে পেশায় ইঞ্জিনিয়ার এবং বেলগোরদের বাসিন্দা। বেড়াতে খুবই ভালবাসেন। ২০১৪ সালে ইউক্রেন খারকভে বেড়াতে এসেছিলেন খুবই ভাল লেগেছিল। অন্যান্য দেশেও বেড়াতে যাওয়ার ইচ্ছে রয়েছে। তবে এখন পরিস্থিতি খারাপ বলে ভিসা পাবেন না। এদিকে প্রোফাইলে কালাশনিকভ হাতে ছবি দিয়ে রেখেছেন আন্দ্রে। দাসার অনুমান, এভাবে মন রাখার মতো কথা বলেও ইউক্রেনের সুন্দরীদের ফাঁসাতে চাইছেন রুশ সেনারা।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest