Russian Start-Up Stages Fake Funerals for ‘Stress Therapy’

Funeral: বেঁচে থেকে মৃত্যুর স্বাদ পেতে চান? টাকা দিলেই হবে ব্যবস্থা

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

রাশিয়ার এক সংস্থার দৌলতে এ বার নিজের শেষকৃত্যে নিজেই যোগ দিতে পারবেন আগ্রহী ব্যক্তিরা। খরচ পড়বে পঁয়ত্রিশ লক্ষ রুবল। ভারতীয় মুদ্রায় যা প্রায় সাতচল্লিশ লক্ষ টাকার মতো।

ইয়াকাটেরিনা প্রেয়োব্রাজেন্সকায়া নামের এক ব্যক্তি গড়ে তুলেছেন এমন একটি সংস্থা যা গ্রাহকদের নিজেদের শেষকৃত্য আয়োজন করতে সহায়তা করবে। এই শেষকৃত্যের বিশেষত্বই হল, মৃত্যুর পর নয়, জীবিত অবস্থাতেই মানুষ মৃতদেহ সেজে অংশ নিতে পারেন সেই শেষকৃত্যে। সংস্থার দাবি, কেউ যদি বিশেষ প্যাকেজে নেন, তবে তাঁকে রীতিমতো কফিনে ভরে কবর দেওয়ার বন্দোবস্ত করবে সংস্থা। পরে অবশ্য তাঁকে বার করে আনা হবে কবর থেকে। কেউ চাইলে অনলাইনেও নিজের শেষকৃত্যের আয়োজন করতে পারেন। তাতে খরচ কিছুটা কম। প্রায় বারো লক্ষ টাকার মতো।

আরও পড়ুন: Crocodile Babiya: শুধু খেত মন্দিরের প্রসাদ! মারা গেল কেরলের ‘নিরামিষভোজী’ কুমির

কিন্তু হঠাৎ এ হেন উদ্যোগ কেন? ইয়াকাটেরিনা জানিয়েছেন, বহু মানুষই মৃত্যুকে অত্যন্ত ভয় পান, উদ্বেগে ভোগেন। তাই এই ধরনের কাজের মাধ্যমে সেই ভয়কে জয় করতে পারবেন মানুষ। অনেকে আবার বাঁচতেই চান না। তাঁরা এই প্রক্রিয়ার মধ্য দিয়ে গেলে জীবনের মর্ম বুঝতে পারবেন, আশা সংস্থা কর্তৃপক্ষের। তাই উভয় ক্ষেত্রেই এই প্রক্রিয়া মানুষকে সুন্দর একটি ভবিষ্যৎ গড়ে তুলতে সহায়তা করবে বলেই মত তাঁদের।

আরও পড়ুন: ভূতের উপদ্রব মন্দির নগরীতে! ভাইরাল ভিডিও দেখে থরহরি নেটদুনিয়া

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest