মহাকাশ যাত্রা করেছিল শিঙাড়া। তাও আবার ব্রিটেন থেকে। কিন্তু বেশিদূর যেতে পারেনি। ফ্রান্সেই যাত্রা শেষ হয়েছে ‘সামোসা’-র। শুনে অদ্ভুত লাগলেও বাস্তবে এমনটাই হয়েছে। ব্রিটেনে রয়েছে বিখ্যাত ভারতীয় খাবারের দোকান ‘চায়েওয়ালা’। সেই রেস্তোরাঁর তরফেই করা হয়েছিল এমন উদ্ভট প্রয়াস।
ব্রিটেনের অন্যতম বৃহত্তম শহর বাথ। সেখানেই রয়েছে এই জনপ্রিয় ভারতীয় রেস্তোরাঁ ‘চায়েওয়ালা’। এই রেস্তোরাঁর মালিক নীরজ গধের-এর কথায় তিন তিনবার চেষ্টায় মহাকাশের উদ্দেশ্যে যাত্রা শুরু হয়েছিল শিঙাড়ার। কিন্তু মাঝপথেই শেষ হয়েছে সফর।
প্রথমে নিছকই মজা করেছিলেন নীরজ। প্রথমবার দু’টি বিশাল গ্যাস বেলুনের দড়িতে সিঙারা আটকে পাঠানোর চেষ্টা করেন তিনি। কিন্তু বেলুনটি নীরজের হাত ফসকে উড়ে যায় এবং সিঙারা মাটিতে পড়ে যায়। সেবার নিছকই মজার ছলে এই কাণ্ড ঘটিয়েছিলেন বাথ শহরের ভারতীয় হোটেলের মালিক। কিন্তু পরে কোভিড পরিস্থিতিতে লন্ডনবাসীর মন ভাল করতে দ্বিতীয়বার চেষ্টা চালান তিনি। সেবারও মুখ থুবড়ে পরে তাঁর প্রচেষ্টা। বেলুনে গ্যাস কম থাকায় কাজ হয়নি। তৃতীয়বার সিঙারা সমেত বেলুন আকাশে পাড়ি দেয়। কিন্তু বিপত্তি অন্যত্র।
আরও পড়ুন: সোনা কিনতে গেলেই লাগবে kYC? জানুন আসল সত্যি…
নীরজ জানান, বেলুনের মধ্যে ক্যামেরা এবং জিপিএস ট্র্যাকার লাগানো ছিল। বেশকিছুটা উঠতেই জিপিএস ট্র্যাকিং বন্ধ হয়ে যায়। ফলে সিঙারাটি কোথায় গেল তা তিনি জানতে পারেননি। এরপর ‘সিঙারার মহাকাশ অভিযান’ সম্পূর্ণ হল কি না সোশ্যাল মিডিয়ার দ্বারস্থ হন তিনি। সিঙারার খোঁজে ইনস্টাগ্রামে পোস্ট করেন। শেষপর্যন্ত সেখানেই তিনি সিঙারার হদিশ পেয়েছেন। অ্যাক্সেল ম্যাথন নামে এক ব্যক্তি পরে জানান, তিনি ওই সিঙারা খুঁজে পেয়েছেন ফ্রান্সের পিকার্ডির মাঠে।
নীরজ জানিয়েছেন, এই কোভিড আবহে সকলকে মজা দিতেই এই অভিনব প্রয়াস করেছেন তিনি। যাঁরাই এই খবর শুনেছেন তাঁরাই হেসে গড়িয়েছেন। এটাই আসল প্রাপ্তি। এই কঠিন পরিস্থিতিতেও যে অনেককে হাসানো গিয়েছে এটাই বড় কথা।
আরও পড়ুন: ট্রেনে সেঁটে থাকা পোস্টার কেটে ক্রপ টপ! ভাইরাল তরুণীর কীর্তি