Sovan-Baisakhi: Baisakhi Banerjee Kiss Sovan Chatterjee On His Birthday

Sovan-Baisakhi: ঠোঁটে ঠোঁট রেখে আদুরে চুমু! ধুমধাম করে ‘দুষ্টু’ শোভনের জন্মদিন পালন বৈশাখীর

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

টিপ টুপ বৃষ্টি মাঝে উষ্ণতা ছড়াল শোভন-বৈশাখীর প্রেম। ঠোঁটে ঠোঁট দিয়ে একে অপরের সোহাগে ভরালেন শোভন চট্টোপাধ্যায় ও বৈশাখী বন্দ্যোপাধ্যায়। ৬০-এ পা দিয়েছেন কলকাতার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্য়ায়। সেই উপলক্ষেই ঘরোয়া অনুষ্ঠানের আয়োজন করেছিলেন ‘বান্ধবী’ বৈশাখী বন্দ্যোপাধ্যায়। সেই অনুষ্ঠানই ভালোবাসায় মাখামাখি। জন্মদিনে মনের মানুষকে উষ্ণ ভালোবাসায় ভরিয়ে দিলেন বৈশাখী বন্দ্যোপাধ্য়ায়।

শোভনের এবারের জন্মদিনের থিম কালার ছিল গোলাপি। প্রাক্তন মেয়র নিজে পরেছিলেন হালকা গোলাপি রঙের শার্ট। আর বৈশাখী বরাবরের মতো শোভনের সঙ্গে ম্যাচ করে নিজের জন্য বেছেছিলেন গোলাপি গাউন। বৈশাখী কন্যা মহুলকেও দেখা গেল গোলাপি পোশাকে। বাবার হাতে হাত রেখে কেক কাটেন তিনি।

আরও পড়ুন: Viral Video: ছাদনাতলায় ‘হ্যাংলা’ বর! বিয়ে ছেড়ে টপাটপ মিষ্টি পুরলেন মুখে

কেক কাটা থেকে শুরু করে, কেক খাওয়ানো, জন্মদিনের অনুষ্ঠানের একগুচ্ছ ছবি শেয়ার করে নিয়েছেন বৈশাখী ফেসবুকে। কখনও ক্যাপশনে লিখেছেন, ‘হ্যাপি বার্থ ডে ডিয়ারেস্ট’। কখনও লিখেছেন, ‘আজকে দুষ্টুর জন্মদিন’। তো কোথাও ‘হ্যাপি বার্থ ডে মাই লাভ’। আর সেই ছবিগুলিতে দেখা গেল কেক কাটার পর পরম যত্নে শোভনকে তা খাইয়ে দেন বৈশাখী। শুধু তাই নয়, ঠোঁটে চুমু বসাতেও দেখা গেল আদর করে। ভালোবেসে জড়িয়েও ধরলেন পার্টনারকে।

বৈশাখীর আইনি বিচ্ছেদ হয়ে গিয়েছেন গত বছরই। প্রাক্তন স্বামী মনোজিতের থেকে সব সম্পর্ক ছেড়ে বেড়িয়ে এসেছেন। তবে শোভন খাতায়-কলমে রত্না চট্টোপাধ্যায়েরই স্বামী। ইমেজ বেঙ্গলকে সম্প্রতি বৈশাখী এক সাক্ষাৎকারে জানালেন, ‘ঘটা করে আমি আর শোভন বিয়েটা করবই। আমাদের পরিকল্পনা আছে। যদি কেউ ২২ বছর ঘুরিয়ে দেয় ওর তখন ৮০ হয়, আর আমার ৬৫, তাহলেও বিয়েটা হবে।’

আরও পড়ুন: Trending News: ‘আর দুনিয়ায় কেউ নেই’, স্বামীর মৃত্যুর পরেই শ্বশুরকে বিয়ে বউমার?

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest