Sovan-Baisakhi participate in rudrabhishek

Sovan-Baisakhi: একসঙ্গে রুদ্রাভিষেকে শোভন-বৈশাখীর, শিবলিঙ্গে ঢাললেন দুধ

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

শ্রাবণ মাস বাবার মাস৷ এই মাসে শিবের আশীর্বাদ পেতে পুজা অর্চনা করে থাকেন মহিলারা৷ কখনও একা, কখনও আবার সঙ্গীর সঙ্গে জুটিতে শিবপুজো করেন তাঁরা৷ এবার জুটি বেঁধে শিবের রুদ্রাভিষেক করলেন শোভন চট্টোপাধ্যায় ও তাঁর বিশেষ বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায়। কথিত রয়েছে, কষ্ট ও গ্রহপীড়া দূর করতেই শিবের রুদ্রাভিষেক করা হয়। সেই ব্রতই করলেন যুগল।

পাশের বাড়িতে আয়োজন করা হয়েছিল রুদ্রাভিষেকের। সেখানেই অংশ নেয় গোটা পরিবার। সাদা পঞ্জাবিতে শোভন, কমলা আগুন রঙা শাড়িতে বৈশাখী, নিষ্ঠা ভরে পুজো দিলেন শিবকে।  শোভন-বৈশাখীর সঙ্গে দেখা মিলল মহুলেরও। বৈশাখী ও মনোজিতের একমাত্র সন্তান মহুল। তবে মা-বাবার ছাড়াছাড়ি হওয়ার পর থেকে সে শোভনের বাড়িতেই বড় হচ্ছে। তৃণমূলের এই প্রাক্তন নেতার সঙ্গে বন্ধুর মতো সম্পর্ক তাঁর মেয়ে বলে জানিয়েছিলেন বৈশাখী। একে-অপরকে ওঁরা ‘দুষ্টু’ নামেই ডাকে।

আরও পড়ুন: Viral Video: একটা বাইকে ৭ জন, নেই হেলমেটও, ভিডিও ভাইরাল হতেই ব্যবস্থা নিল পুলিশ

যদিও শোভন ও বৈশাখীর খাতায়-কলমে বিয়ে হয়নি এখনও৷ মনোজিতের সঙ্গে বৈশাখীর আইনি বিচ্ছেদ হয়ে গেলেও, রত্নার সঙ্গে ডিভোর্সের মামলা চলছে শোভনের৷ তবে বান্ধবীর সিঁথিতে অনেকদিন আগেই সিঁদুর পরিয়েছেন শোভন৷ দুর্গাপুজোর বিজয়ার দিন মা দুর্গার সামনে সিঁথি রাঙিয়ে দিয়েছেন বান্ধবীর। এর পর বৈশাখী জানিয়েছিলেন, আইনি মতে বিয়েটা কবে হবে তা জানা নেই৷ তবে শোভনকেই স্বামী হিসেবে মন থেকে গ্রহণ করেছেন তিনি৷

এইদিন রুদ্রাভিষেকে অংশ নেওয়ার পাশাপাশি মন্দিরে গিয়ে পুজোও দিয়েছেন তারা। জুটিতে গিয়ে শিবলিঙ্গে দুধ ঢেলেও এসেছেন শোভন বৈশাখী। হাত হাত রেখে মন্দির চত্বর ঘুরে দেখলেন তারা।

আরও পড়ুন: Tomato Price: তরকারিতে দু’টো টমেটো! ঝগড়া করে সন্তান-সহ স্বামীর বাড়ি ছাড়লেন স্ত্রী

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest