যৌনতা মেলার জের! করোনা সংক্রমণ ছড়াল আমেরিকায়

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

যৌনতা ডেকে আনল বিপদ! আমেরিকায় নিউ অর্লিয়েন্সে একটি ‘সুইঙ্গারস কনভেনশনে’ অংশগ্রহণকারীদের মধ্যে ৪১ জনই করোনা পজিটিভ।

নভেম্বরে অনুষ্ঠিত কয়েকদিন ব্যাপী এই ‘নটি ইন ন্যলিনস’ প্রোগ্রামে অংশ নিয়েছিলেন ২৫০ জন। অন্যান্যবার অবশ্য এই যৌবনমেলায় অংশ নেন প্রায় হাজারদুয়েক মানুষ। কোভিড-আবহে সংখ্যাটা এক ধাক্কায় নেমে এসেছে।  কিন্তু কম সংখ্যক মানুষ অংশ নিলেও তা থেকেই কোভিড ছড়াল।

আরও পড়ুন: পিরামিডের সামনে ‘উত্তেজক’ ফটোশ্যুট! জেলে ঠাঁই ফটোগ্রাফারের

অথচ সেটা কি রোখা যেত না? কোভিড-আবহে গত কয়েক মাস ধরে অনেক কিছুই বন্ধ থেকেছে বিশ্ব জুড়ে। কেন ‘সুইঙ্গারস কনভেনশনে’ বন্ধ রাখা গেল না?

সংগঠকদের অন্যতম বব হানফোর্ড অবশ্য জানিয়েছেন, তিনি যদি ঠিক সময়ে ঘটনাস্থলে হাজির হতে পারতেন, তিনি এটা ঘটতে দিতেন না! আক্রান্তদের সকলের আরোগ্য কামনা করে তিনি আরও বলেছেন, সকলে সুস্থ না হয়ে ওঠা পর্যন্ত তিনি খুবই বিব্রত থাকবেন। হানফোর্ড আরো জানিয়েছেন, অনুষ্ঠানের প্রথম ২ দিনে লোকজন অনেকটাই সংযত ছিল। কিন্তু শেষদিন লোকজন কোনো প্রটোকল মানেননি। লাগাতার শারীরিক সম্পর্ক স্থাপনের জেরেই মনে হয় এই ঘটনা ঘটেছে।

এই মেলাতে মূলত সঙ্গী বা সঙ্গিনী বদল করা হয়। মুক্ত এবং অবাধ যৌনতায় এই মেলার উদ্দেশ্। সঙ্গীকে না লুকিয়ে অন্যের সঙ্গে যৌন সম্পর্ক স্থাপন করা যায় বলে এই মেলার জনপ্রিয়তা ক্রমেই বাড়ছে আমেরিকাতে। সে দেশের অনেক দম্পতি মনে করেন, এই পাল্টাপাল্টির জেরে তাঁদের সম্পর্ক আরও মজবুত হয়।

আরও পড়ুন: ২৭ বছরের পুরনো ভ্রূণ থেকে শিশুকন্যার জন্ম দিলেন মা !

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest