Teapot: World's most expensive teapot looks like this

Teapot: সোনা-হিরেতে মোড়া বিশ্বের সবচেয়ে দামি চায়ের কেটলি, দাম শুনলে আঁতকে উঠবেন

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

বিশ্বের প্রতিটি কোণায় রয়েছে চা প্রেমী মানুষ। এমন কিছু মানুষ আছেন যাদের দিন শুরু হয় চা দিয়ে এবং শেষ হয় শুধুমাত্র চায়ের কাপে চুমুক দিয়ে। চায়ের সঙ্গে সঙ্গে অনেকেই চায়ের কাপ, প্লেট, কেটলির শখ থাকে। বিভিন্ন ডিজাইনের কাপ-প্লেট-কেটলি মানুষকে আকৃষ্ট করে। সম্প্রতি, সোশ্যাল মিডিয়ায় একটি কেটলির পোস্ট মানুষের হুঁশ উড়িয়ে দিয়েছে। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস তার অফিসিয়াল টুইটার হ্যান্ডেলে এই কেটলির ছবি শেয়ার করেছে।

পোস্টটি শেয়ার করে ক্যাপশনে লেখা হয়েছে, ‘এটি বিশ্বের সবচেয়ে দামি কেটলি।’ ১৮ ক্যারেট সোনায় নির্মিত এই কেটলি। এই কেটলির মূল্য 30,00,000 মিলিয়ন ডলার বা ২৫ কোটি টাকা। বহুমূল্য টি-পট (teapot) ‘দ্য ইগোইস্ট’ (The Egoist) বা ‘অহঙ্কারী’র কারিগর নির্মল শেঠিয়া। কোটিপতি ব্যবসায়ী বর্তমানে ব্রিটেনের বাসিন্দা হলেও জন্ম কলকাতায়। পরবর্তীকালে কর্মসূত্রে বিদেশে পাড়ি দিয়েছিলেন। অসমে টি এস্টেট ছিল শেঠিয়াদের। ধীরে ধীরে গোটা ভারতে ছড়ায় ব্যবসা। পরবর্তীকালে লন্ডনে শেঠিয়া ফাউন্ডেশন স্থাপন করেন।

আরও পড়ুন: Viral Video: একটা বাইকে ৭ জন, নেই হেলমেটও, ভিডিও ভাইরাল হতেই ব্যবস্থা নিল পুলিশ

‘দ্য ইগোইস্ট’ বা ‘অহঙ্কারী’কে সাজানো হয়েছে সোনা, হিরে এবং চুনি বসিয়ে। হাতল হাতির দাঁতের। ডিজাইন নির্মল শেঠিয়ার হলেও টি-পটটিকে রূপ দিয়েছেন ইটালির গয়নার কারিগর ফুলভিয়ো স্কেভিয়া। টি-পটে ব্যবহার করা হয়েছে ১৮ ক্যারাট সোনা। ১৬৫৮টি হিরে নিখুঁতভাবে বসিয়ে ডিজাইন করা হয়েছে। ভিতরের অংশটি সোনার, ঢাকনাটি সোনার উপর হিরে দিয়ে মোড়া। ৬.৬৭ ক্যারাটের একটি চুনি টি-পটের ঠিক মাঝখানে বসানো হয়েছে।

আরও পড়ুন: Tomato Price: তরকারিতে দু’টো টমেটো! ঝগড়া করে সন্তান-সহ স্বামীর বাড়ি ছাড়লেন স্ত্রী

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest