The message that you will send to the festival of colors

Holi 2022: ‘হোলি হ্যায়’, রঙের উৎসবে যে মেসেজ পাঠাবেন প্রিয়জনদের

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

সারা বছর অপেক্ষা করে থাকার পর অবশেষে এসে গিয়েছে রঙের উৎসব (Holi 2022)। সারাদেশ এই দিনটায় বন্ধু, প্রিয়জন, আত্মীয়দের সঙ্গে রং খেলায় মেতে ওঠেন। সকাল থেকে চলে রং খেলা, কোথাও জল রং দিয়ে আবার কোথাও শুকনো আবির দিয়েই রং খেলা হয়।

প্রিয়জনদের কী বার্তা পাঠাবেন,  এক ঝলকে-

  • যদি রামধনুর সাতটা রঙে শুভেচ্ছা পাঠাতে পারতাম, তাহলে সবথেকে বড় রামধনুটা তোমাকে পাঠাতাম। হ্যাপি হোলি।
  • রঙের উৎসবে তোমাকে পাঠাচ্ছি অনেক অনেক ভালোবাসা আর শুভকামনা। প্রার্থনা করি, এই বিশেষ দিনটা তোমার জীবনে হাসি, খুশি, আনন্দে ভরে উঠুক।
  • বছরের সবথেকে আনন্দের দিনটা এসে গিয়েছে। হোলির সমস্ত রঙে তোমার জীবনটা রাঙিয়ে নাও। আশা করছি খুব উপভোগ করবে এই দিনটা।
  • – বাতাসে বহিছে প্রেম, নয়নে লাগিল নেশা… বসন্ত মানেই আবির খেলা, সকলের রঙে রঙ মিশিয়ে নেওয়ার পালা.. ভরে উঠুক জীবন, শুভ বসন্ত উৎসব।
  • -জীবন নানান রঙে ভরে উঠুক, জীবনবোধের সব রঙ-রস মিশে যাক পূর্ণতায়। হ্যাপি হোলি ২০২২।
  • – এমন শুভ দিনে সমস্ত আনন্দ ও সমৃদ্ধি যেন তোমায় ছুঁয়ে ফেলে। হ্যাপি হোলি ২০২২।
  • -ভেদাভেদ ভুলে আজ মিলনের উৎসবে গা ভাসানোর দিন। চৈত্রে চিত্তে আসুক প্রশান্তির রঙ। শুভ দোল পূর্ণিমা।
  • – শুধু শরীরে রঙ নয়, মনের চিন্তাভাবনাও হয়ে উঠুক রঙিন। হ্যাপি হোলি ২০২২।
  •  মনের কালো দিক সরিয়ে তাতে আসুক রঙের উজ্জ্বলতা। ভরে উঠুক জীবন। শুভ দোলযাত্রা ২০২২।
  • – এমন শুভ দিনে সমস্ত আনন্দ ও সমৃদ্ধি যেন তোমায় ছুঁয়ে ফেলে। হ্যাপি হোলি ২০২২

 

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest