Tomato Price: Wife Leaves Husband As He Uses Tomato To Cook Food Without Permission

Tomato Price: তরকারিতে দু’টো টমেটো! ঝগড়া করে সন্তান-সহ স্বামীর বাড়ি ছাড়লেন স্ত্রী

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

বিবাহ বহির্ভূত সম্পর্কের জের বা অশান্তি ঝগড়া নয়, এক স্ত্রী তাঁর স্বামীকে ছেড়ে চলে গেলেন তরকারিতে টমেটো দেওয়ার জন্য! এমনই আজব কাণ্ড ঘটল মধ্যপ্রদেশের শাহদল জেলায়।

সেখানকার বাসিন্দা সঞ্জীব বর্মনের স্ত্রী ও মেয়েকে নিয়ে সংসার। টিফিনের ব্যবসা করে সংসার চালান সঞ্জীব। ঘটনার দিন নিজেই খাবার বানিয়েছিলেন সঞ্জীব। রান্নায় দিয়েছিলেন দুটো টমেটো। আর তাতেই ঘটল বিপত্তি। টমেটোর কথা জানতে পেরে প্রচণ্ড রেগে যান তাঁর স্ত্রী। তাঁকে না জিজ্ঞাসা করে কেন রান্নায় দু-দুটো টমেটো রান্নায় ব্যবহার করা হয়েছে? এই নিয়ে দু’জনের মধ্যেই নানা তর্ক বিতর্ক হয়। বিবাদ চরমে উঠলে মেয়েকে নিয়ে বাড়ি ছেড়ে চলে যান সঞ্জীবের স্ত্রী।

আরও পড়ুন: PUBG Lover: ‘হিন্দু হয়েছি, এখন ভারতই আমার দেশ!’ পাকিস্তানে ফিরে যেতে নারাজ সীমা

এরপরই স্থানীয় থানায় সাহায্যের জন্য যান সঞ্জীব। পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন। পুলিশকে তিনি জানান, স্ত্রীকে না জানিয়েই রান্নায় দুটো টমেটো দিয়েছিলেন তিনি। এই কথা জানার পরই তাঁর সঙ্গে ঝগড়া করতে শুরু করেন তাঁর স্ত্রী। দু’জনের মধ্যে ব্যাপক অশান্তি হয়। তারপরই মেয়েকে নিয়ে চলে যায় স্ত্রী। তিনদিন ধরে স্ত্রীর সঙ্গে কোনও যোগাযোগ করতে পারেননি তিনি। অনেক খুঁজেও এখনও ওই মহিলার কোনও খোঁজ পাওয়া যায়নি।

সন্দীপ জানিয়েছেন, ‘‘তিনি বাড়ি ছেড়ে মেয়েকে নিয়ে বাসে করে কোথায় চলে গিয়েছেন৷ আমি তিন দিন তাঁদের খুঁজেছি৷ স্ত্রীর ছবিও দিয়েছি পুলিশকে৷ কিন্তু তাঁদের খুঁজে পাওয়া যায়নি৷’’ পুলিশ সঞ্জীবের সমস্ত বয়ান রেকর্ড করার পর  দ্রুত পদক্ষেপের আশ্বাস দিয়েছে। পুলিশ জানিয়েছে, খুব শীঘ্রই তাঁর স্ত্রীকে খুঁজে বের করার চেষ্টা করা হবে। আর তা পেলেই তাঁকে বাড়ি ফিরিয়ে দেওয়ার চেষ্টা করা হবে।

আরও পড়ুন: Nita Ambani: বিশ্বের সবচেয়ে দামি গাড়ি কিনলেন আম্বানি, দাম জানলে চমকে যাবেন

 

 

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest