Topless: Berlin to allow women to swim topless in public pools

Topless: এবার টপলেস হয়ে সুইমিং পুলে নামতে পারবেন মহিলারা! কোথায় চালু আজব নিয়ম?

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

৮ মার্চ ছিল আন্তর্জাতিক নারী দিবস। মহিলাদের জন্য উৎসর্গ করা এই দিনটির অন্যতম লক্ষ্য নারী-পুরুষে বিভেদ কমিয়ে আনা। আর এই লক্ষ্য়েই এক বড় সিদ্ধান্ত নিল জার্মানির রাজধানী বার্লিন। শহরের কর্মকর্তারা জানিয়েছেন, এখন থেকে যে কোনও পাবলিক সুইমিং পুলে মহিলাদের বক্ষ অনাবৃত করে সাঁতার কাটতে আর বাধা নেই। একই সঙ্গে অর্ধনগ্ন হয়ে মহিলারা ‘সানবাথ’ বা সূর্যস্নানও করতে পারবেন।

কিন্তু কেন আচমকাই এমন নিয়ম? সম্প্রতি, বার্লিনের এক পাবলিক সুইমিং পুলে অনাবৃত স্তন প্রদর্শনের দায়ে এক মহিলাকে সেখান থেকে বের করে দেওয়া হয়েছিল। অথচ, সেখানে বহু পুরুষ খালি গায়ে ছিলেন। ওই মহিলা এই ঘটনার বিষয়ে আইনি পদক্ষেপ করেছিলেন। তারপরই এই রায় দিয়েছে বার্লিন শহর কর্তৃপক্ষ। জার্মান রাজধানীর কর্মকর্তারা জানিয়েছেন, তাঁদের বিচারে অভিযোগকারী মহিলা লিঙ্গ-বৈষম্যের শিকার হয়েছেন। তাই এখন থেকে নারী পুরুষ নির্বিশেষে ঊর্ধাঙ্গে কোনও পোশাক ছাড়াই সাঁতারের পুল উপভোগ করতে পারবেন।

আরও পড়ুন: Safe sex tips: প্রথম বার যৌন সম্পর্ক? সুস্থ থাকতে এই বিষয়গুলি মনে রাখা জরুরি

বার্লিনের পাবলিক সুইমিং পুলগুলি দেখভাল করে বার্লাইনার বেডারবেট্রিবি। তারা জানিয়েছে, ওই অভিযোগকারী একা নন, গত ডিসেম্বর মাসে আরও এক মহিলা অভিযোগ করেছিলেন, তাঁকে শহরের একটি ইনডোর পুলে বক্ষ আবৃত করতে বাধ্য করা হয়েছিল। প্রসঙ্গত, জার্মান সংস্কৃতিতে নগ্নতা অত্যন্ত স্বাস্থ্যকর এবং উপযুক্ত জীবনধারা হিসেবে বিবেচনা করা হয়। বস্তুত, ফ্রাইকোপারকুলতুর (Freikörperkultur) বা প্রকৃতিবাদ, অর্থাৎ প্রকৃতির সঙ্গে একাত্মতার সংস্কৃতি জার্মানিতে অত্যন্ত জনপ্রিয় জীবনধারা। প্রকৃতিবাদীরা সাধারণত সম্পূর্ণ নগ্ন অবস্থায় থাকেন। বার্লিন কর্তৃপক্ষের এই সিদ্ধান্তকে তাঁরা স্বাগত জানিয়েছেন।

ঊর্ধ্বাঙ্গ অনাবৃত করে সাঁতার কাটার নিয়ম পরিবর্তন ক্ষেত্রে, বার্লিন জার্মানির প্রথম শহর নয়। ২০২২ সালে নর্থ রাইন-ওয়েস্টফালিয়ার প্রদেশের সিজেন শহর এবং লোয়ার স্যাক্সনির গটিংজেন শহরে সুইমিং পুলে টপলেস সাঁতারের অনুমতি দেওয়া হয়েছিল।  ইউরোপের আরও অনেক দেশেই ঊর্ধ্বাঙ্গ অনাবৃত বা সম্পূর্ণ নগ্ন অবস্থায় থাকার জন্য নির্দিষ্ট স্থান নির্ধারিত আছে। ২০১৭ সালে সুইজারল্যান্ড গোটা দেশেই ঊর্ধ্বাঙ্গ অনাবৃত করে সাঁতার কাটার অনুমতি দিয়েছে।

আরও পড়ুন: Bizarre: মায়ের ডিভোর্স হতেই সৎ বাবাকে বিয়ে মেয়ের!

 

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest