অবিকল মানুষের মতো ঠোঁট-দাঁত! জেনে নিন এই মাছের নাম ও ধাম…

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

রহস্যের ভান্ডার প্রকৃতি। নিজের মায়াবী আঁচলের নিচে কত কিছুই লুকিয়ে রেখেছে প্রকৃতি। অবিশ্বাস্য, অদ্ভুত কত কিছু! নিজে চোখে না দেখলে সেসব বিশ্বাস করাই কঠিন। প্রকৃতির রূপ, রস, গন্ধের কতটুকুই বা আমরা দেখতে পাই! এক যদি প্রকৃতি স্বেচ্ছায় নিজের রহস্য উন্মোচন করে তো আলাদা ব্যাপার। অনেক সময় মানুষ নিজের অজান্তেই প্রকৃতির রহস্য ভান্ডার থেকে কিছু অদ্ভুত জিনিস আবিষ্কার করে ফেলে। সেসব রহস্যের উন্মোচন স্তম্ভিত করে দেয় আমাদের। এবারও সেরকমই হল। আরও একবার দেখা গেল মানুষের মতো দেখতে মাছ।

এর আগেও মানুষের মতো দেখতে মাছ দেখা গিয়েছিল। কিন্তু সেবার জলের একটু নিচে দেখা গিয়েছিল সেটিকে। অল্প সময়ের মধ্যে একজন সেই মাছের ছবি তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে দিয়েছিলেন। ছবি খুব একটা স্পষ্ট ছিল না। ফলে ওই ছবি নিয়ে ধোয়াঁশা ছিল। তবে এবার ব্যাপারটা আলাদা। মানুষের মতো দেখতে মাছ ধরা পড়েছে। ফলে সেটিকে খুব কাছ থেকে দেখা ও যাচাই করার সুযোগ ছিল। একেবারে মানুষের মতো দাঁত ও ঠোঁট। মুখের  গড়ন অনেকটাই মানুষের মতো।

আরও পড়ুন: ৬ হাজার বছর পর আসছে ধূমকেতু নিওওয়াইস, দেখা যাবে খালি চোখে

জানা গিয়েছে, অদ্ভুত দর্শন ওই মাছের নাম ট্রিগার ফিশ। মালয়েশিয়ায় এই ধরনের মাছ প্রায়শই দেখতে পাওয়া যায়। সেখানকার স্থানীয়ভাষায় এই মাছকে বলা হয় ‘আয়াম লাউট’। প্রধানত সমুদ্রের জলেই ঘুরে বেড়াতে দেখা যায় এদের।

ন্যাশনাল জিওগ্রাফিকের তথ্য অনুসারে, নোংরা ব্যবহারে জন্য এই মাছ কুখ্যাত। এবং অন্য মাছ ও সামুদ্রিক প্রাণীদের উপর আক্রমণ করতে একটুও দেরি করে না এরা। সমুদ্রে নামা ডুবুরিদেরও আক্রমণ করে এরা। এদের দাঁত ও চোয়াল খুব শক্তিশালী। তাদের কামড়ের জেরে ডুবুরিদের ডাইভিং পোশাকও ক্ষতিগ্রস্ত হয়।

আরও পড়ুন: বিরলতম! কাজিরাঙায় দেখা মিলল ‘সোনালি বাঘ’, ভারতে একমাত্র…, দেখুন আরও ছবি

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest