Viral Video: Couple drink from each other's mouth in Delhi Metro, video sparks outrage on social media

Viral Video: প্রেমিকের মুখে নিজের মুখ থেকে পানীয় ঢালছেন তরুণী! ফের শিরোনামে দিল্লি মেট্রো

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

কখনও চুম্বন, কখনও যৌনতা, কখনও বিকিনি পরা সওয়ারি, কখনও বা বিড়িতে সুখটান- দিল্লি মেট্রো নিয়ে বিতর্কের শেষ নেই। আরোহীরা এমন এমন কাজ করেন, যা প্রায়ই ভাইরাল হয়। বিশেষ করে তরুণী-তরুণীদের প্রায়ই নির্দ্বিধায় ঘনিষ্ঠ হতে দেখা যায় চলন্ত মেট্রোর কামরায়। সম্প্রতি দিল্লি মেট্রোর কামরায় ফের একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে এক যুগল এমন কাণ্ড ঘটিয়েছেন যা দেখে কার্যত বিরক্ত নেটিজেনরা।

শশীকান্ত যাদব নামে এক যুবক এক্স হ্যান্ডেলে একটি ভিডিও পোস্ট করেছেন। তাতে দেখা যাচ্ছে, মেট্রোর কামরায় লাল হট প্যান্ট ও কালো টিশার্ট পরে বসে আছেন এক তরুণী। তাঁর সামনেই হাঁটু গেড়ে বসে ক্যান থেকে তরুণীর মুখে এক ধরনের পানীয় ঢেলে দিচ্ছেন এক যুবক। তবে মুখে পানীয় নিয়েও গিলে ফেলেননি তরুণী। বরং নিজের মুখ দিয়ে সেই পানীয় তিনি ঢেলে দেন ওই যুবকের মুখে। তারপর কপালে কপাল ঠেকিয়ে পরস্পরকে আদর করে হাসতে দেখা যাচ্ছে তাঁদের।

আরও পড়ুন: Trending News: ১০০ কেজি গাঁজা খেয়ে ভেড়া হল ‘ছাগল’! অবাক কাণ্ড ঘটল কোথায়?

পিছনে অন্য যাত্রীদের দেখা যাচ্ছে, যুগলের কাণ্ড দেখে কেউ হতবাক, কেউ বা অস্বস্তি এড়াতে চোখ সরিয়ে নিচ্ছেন।  ভিডিওটি শেয়ার করে ক্যাপশনে শশীকান্ত লিখেছেন, ‘এবার কি দিল্লি মেট্রো বন্ধ করে দেওয়া উচিত? নাকি একটা ক্রমশ মনোরঞ্জনের দারুণ আখড়া হয়ে উঠছে?’

এই ভিডিওটি কবে রেকর্ড করা হয়েছিল তা জানা যায়নি। তবে দ্রুত সোশ্যাল মিডিয়ায় তা ভাইরাল হয়ে গেছে। এই ব্যাপারে দিল্লি মেট্রোর তরফে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।  এই প্রথম নয়। অতীতেও দিল্লি মেট্রোতেও এ রকম ‘আজগুবি’ কাণ্ড মাঝেমধ্যেই ঘটতে থাকে। সেই যুগলের এই ভিডিও অনেকেই শেয়ার করেছেন। এক দিকে ট্রোলের বন্যা, অন্য দিকে তাঁদের কর্মকাণ্ড নিয়ে সমালোচনা। কেউ কেউ আবার সেই যুগলের রুচিবোধ নিয়েও প্রশ্ন তুলছে।

যাত্রীদের অস্বস্তিতে ফেলে এমন কাজকর্ম আটকানোর জন্য দিল্লি মেট্রো রেল কর্পোরেশন নির্দেশিকা জারি করেছে। কিন্তু তার পরেও এ ধরনের ঘটনা আটকানো যাচ্ছে না।

আরও পড়ুন: Viral Video: গাছ থেকে নদীতে লাফিয়ে কুমির শিকার চিতার, দেখবেন নাকি রোমহর্ষক ভিডিও?

 

 

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest