Viral Video: Seven Boys Was Riding On One Bike Arrested By Police Video Went Viral

Viral Video: একটা বাইকে ৭ জন, নেই হেলমেটও, ভিডিও ভাইরাল হতেই ব্যবস্থা নিল পুলিশ

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

কেরামতি দেখাতে গিয়ে শ্রীঘরে ঠাঁই হল উত্তরপ্রদেশের (Uttar Pradesh) বাসিন্দা ৭ যুবকের। এক বাইকে বিপজ্জনকভাবে সাত জন সওয়ার হয়েছিলেন। ব্যাস্ত রাস্তায় তাঁদের এই কাণ্ড করতে দেখা যায়। ওই পথে চলমান একটি গাড়ি থেকে গোটা ঘটনা ভিডিও করা হয়েছিল।সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই সক্রিয় হয় পুলিশ। গ্রেপ্তার করা হয়েছে অভিযুক্ত সাত যুবককে।

ঘটনাটি উত্তরপ্রদেশের হাপুর জেলায়। কয়েকদিন আগে সেখানেই সাত যুবক মিলে ওঠে একটি বাইকে। রাস্তার মাঝে বাইকের স্টান্ট করতে থাকে তাঁরা। 22 সেকেন্ডের ভাইরাল ভিডিয়োতে দেখা গিয়েছে, একজন যুবক বাইক চালাচ্ছে। তার পিছনে রয়েছে সাত যুবক। যার মধ্যে বাইকের ফুয়েল ট্যাঙ্কের উপরে দুইজন। আবার এক যুবক আরেকজনের কাঁধে বসেই দিব্যি চলেছেন। তাদের কারোর মাথাতেই নেই হেলমেট। শুধু তাই নয়, এমন দু:সাহসিক স্টান্ট করে বাইক সওয়ারী যুবকদের চোখে মুখে এতটুকু ভয়ের লেশ মাত্র ছিল না। পাশ দিয়ে যাওয়া একটি গাড়ি থেকে সেই দৃশ্য ক্যামেরাবন্দি করা হয়েছে।

আরও পড়ুন: PUBG Lover: ‘হিন্দু হয়েছি, এখন ভারতই আমার দেশ!’ পাকিস্তানে ফিরে যেতে নারাজ সীমা

পুলিশ সূত্রে জানা গিয়েছে, হাইওয়ের কাছে কাঠিখেরা রোডে ওই কাণ্ড করেন যুবকরা। ভিডিও সূত্রে গ্রেপ্তার করা হয়েছে সাত যুবককেই। প্রাথমিকভাবে ২২ হাজার টাকা জরিমানা করেছে পুলিশ। ঘটনার কথা বিস্তারিত জানিয়ে টুইট করেছে উত্তরপ্রদেশ পুলিশ। সেখানে জানানো হয়েছে, যুবকদের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা করা হয়েছে। সময় মতো পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।

ভিডিয়োটিকে ঘিরে সোশ্যাল মিডিয়ায় বেশ চর্চা শুরু হয়েছে। নিন্দায় সরব হয়েছেন অসংখ্য মানুষ। কেউ বলেছেন, ‘সবই ভাইরাল হওয়ার প্রতিযোগিতা।’ আবার কারোর মতে, ভাইরাল হওয়ার জন্য মানুষ আজকাল নিজের জীবনকে বিপদে ফেলতেও পিছপা হন না।’

আরও পড়ুন: Sovan-Baisakhi: ঠোঁটে ঠোঁট রেখে আদুরে চুমু! ধুমধাম করে ‘দুষ্টু’ শোভনের জন্মদিন পালন

 

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest