Site icon The News Nest

১ টাকার কয়েন বেচে কোটিপতি হতে গিয়ে লক্ষাধিক টাকা খোয়ালেন শিক্ষিকা

rupee coin

পুরনো দিনের ১ টাকার কয়েন বিক্রি করে পেয়ে যান ১ কোটি টাকা। সম্প্রতি বিভিন্ন সোশ্যাল সাইটে এই ধরনের বিজ্ঞাপন চোখে পড়ছে। আর তা দেখেই কোটিপতি হওয়ার স্বপ্ন জাগে এক শিক্ষিকার। স্বাধীনতার বছরের একটি কয়েন বিক্রি করতে গিয়ে লক্ষাধিক টাকা খোয়ালেন বেঙ্গালুরুর একটি বেসরকারি স্কুলের শিক্ষিকা।

আরও পড়ুন: অযোধ্যা নিয়ে বৈঠকে যোগী ও মোদী, ভোটে রামজন্মভূমি-তাসের জল্পনা

শান্তা জেয় নামে ওই শিক্ষিকা জানান, তিনি সিঙ্গেল প্যারেন্ট। তার মেয়ে অনলাইনে এমন একটি বিজ্ঞাপন দেখতে পায়। শিক্ষিকা তা জানার পর দীর্ঘদিন ধরে রাখা ১৯৪৭ সালের একটি ১ টাকার মুদ্রা অনলাইন সাইটে আপলোড করেন। তিনি জানিয়েছেন, বিজ্ঞাপনে কয়েনটির দাম ধার্য করেছিলেন ১০ লক্ষ টাকা। ১৫ জুন কমেন্টে ছবি আপলোড করেছিলেন তিনি। এর পরদিনই এক ব্যক্তি ওই কয়েনটিই ১ কোটি টাকায় কিনতে চান। টাকা দেওয়ার জন্য তিনি তৎপর হয়ে ওঠেন। সেইমতো মুদ্রাটি বিক্রি করতে রাজি হয়ে যান শান্তা জেয়।

ওই শিক্ষিকার মনে কোন সন্দেহ ছিল না। তিনি ভেবেছিলেন ওই ব্যক্তি যথার্থই ক্রেতা। কিন্তু এরপরই শুরু হয় আসল প্রতারণা। শিক্ষিকা জানিয়েছেন, প্রসেসিং ফি, সুইফট কোড চার্জ ও আরবিআই চার্জ এবং ইনকাম ট্যাক্সের নাম করে মোট তিনবার তিনটি অ্যাকাউন্টে ১ লক্ষ ৬০০ টাকা নিয়েছিল তারা। অবশ্য তারপর থেকেই আর যোগাযোগ করা সম্ভব হয়নি ওই ফোন নম্বরে। ১৯ জুন বেঙ্গালুরু সাইবার ক্রাইম পুলিশ দফতরে এ নিয়ে অভিযোগ দায়ের করেছেন শিক্ষিকা। পুলিশ ব্যাংক অ্যাকাউন্টগুলির সূত্র ধরে তদন্ত শুরু করেছে।

আরও পড়ুন: ছবিতে আরেকটা বাঘ কোথায়? ১০ সেকেন্ডের মধ্যে খুঁজে বের করে দেখান

Exit mobile version