ম্যাচ ফিক্সিংয়ের প্রস্তাব বোর্ডকে না জানানোর শাস্তি, তিন বছরের জন্য নির্বাসিত উমর আকমল

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

ইসলামাবাদ: পাকিস্তান ক্রিকেট টিমের উইকেটকিপার-ব্যাটসম্যান উমর আকমলকে তিন বছরের জন্য নিষিদ্ধ করল সে দেশের বোর্ড। দূর্নীতির অভিযোগে আগামী তিন বছর কোনও ঘরোয়া ক্রিকেট ম্যাচও খেলতে পারবেন না উমর, পাক ক্রিকেট বোর্ডের তরফে এমনই নির্দেশ দেওয়া হয়েছে।

অভিযোগ, ম্যাচ ফিক্সিং প্রস্তাব পাওয়া সত্ত্বেও উমর তা গোপন করেন। এই বিষয়ে পাক ক্রিকেট বোর্ডকে তিনি কিছুই জানাননি বলে বোর্ডের তরফে পরিষ্কার করে বলে দেওয়া হয়েছে। আর সেই কারণবশতই পাকিস্তান সুপার লিগেও তাঁকে খেলতে দেওয়া হয়নি। যদিও সেই লিগ COVID-19 সংক্রমণের কারণে থমকে যায়।

আরও পড়ুন: হারিয়ে গিয়েছে বিশ্বকাপ জয়ের পদক! চিন্তায় ‘পাগল’ হয়ে যাচ্ছেন ইংল্যান্ডের পেসার

সূত্রের খবর, উমরকে আত্মপক্ষ সমর্থনের কোনও সুযোগ দেওয়া হয়নি। সোমবার পাক ক্রিকেট বোর্ডের ডিসিপ্লিনারি প্যানেলের প্রধান ফজল-এ-মিরান চৌহান তাঁকে সব ফরম্যাটের ক্রিকেট থেকে তিন বছরের জন্য নিষিদ্ধ বলে ঘোষণা করেন। পিসিবি মিডিয়ার তরফে ট্যুইট করেও জানানো হয়েছে এই খবর।

লঘু পাপে গুরুদণ্ড দেওয়া হয়েছে উমর আকমলকে। এমনটাই মনে করছেন দাদা কামরান আকমল। সিনিয়র আকমল জানালেন, শাস্তির বিরুদ্ধে অবশ্যই আবেদন করবেন তাঁর ভাই। কামরান জানান যে, অতীতে একই অপরাধের জন্য পাকিস্তানের অন্য ক্রিকেটারদের তুলনামূলক কম শাস্তি দেওয়া হয়েছে। তাহলে উমরের ক্ষেত্রে এমন কঠোর শাস্তি কেন? আকমল এক্ষেত্রে আঙুল তুলছেন মহম্মদ ইরফান ও মহম্মদ নওয়াজের দিকে, যাঁদের একই অপরাধের জন্য কম শাস্তি ভোগ করতে হয়েছে।

কামরানের কথায়, এটা বুঝতে পারছি না যে, বাকিদের যখন একই অপরাধের জন্য কম শাস্তি দেওয়া হয়েছে, তখন উমরের ক্ষেত্রে এমন কঠোর পদক্ষেপ কেন।’

আরও পড়ুন: শর্ট ড্রেসে ‘গেন্দা ফুল’, সোশ্যাল কুপোকাত দেবলীনা ও রেশমির ঠুমকায়! দেখুন ভিডিও

Gmail 3

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest