মুম্বই: আজ জন্মদিন শ্রদ্ধা কপূরের। সামনেই ‘বাগী থ্রি’-র মুক্তি। জোরকদমে চলছে প্রচার। টাইগার-শ্রদ্ধার ভক্তরাও অধীর আগ্রহে ৬ মার্চের অপেক্ষায়। ‘বাগী থ্রি’-র প্রচারে সম্প্রতি দুবাইও গিয়েছিলেন তাঁরা। মজার ব্যাপার হল, সোমবার, ২ মার্চ ছিল টাইগারের জন্মদিন, মঙ্গলবার শ্রদ্ধার। পরপর দুই তারকার জন্মদিন একসঙ্গে উদযাপন করলেন ছবির কলাকুশলীরা। ৩০ বছরের জন্মদিন পালন করলেন টাইগার। আর শ্রদ্ধা পালন করলেন তাঁর ৩৩ এর জন্মদিন।
https://www.instagram.com/p/B8nhOASpQZR/
‘বাগী থ্রি’ ছবিতে টাইগার শ্রদ্ধার সঙ্গে আছেন রীতেশ দেশমুখ ও জ্যাকি শ্রফও। এই প্রথম পর্দায় এই বাবা-ছেলের জুটিকে দেখবে সিনেপ্রেমীরা। ‘বাগী টু’তে টাইগারের বিপরীতে ছিলেন দিশা পটানি। এর আগে ‘ওয়ার’ ছবিতে হৃতিক ও টাইগারের অ্যাকশনে মজেছিল দর্শক। ‘বাগী থ্রি’ও অ্যাকশনে ভরপুর। তাহলে কি শ্রদ্ধা-টাইগারের জুটি বক্সঅফিসে বাজিমাৎ করবে? জন্মদিনের মরসুমে কি হিট ছবির উপহার পাবেন দুজনে?
https://www.instagram.com/p/B8gyxtYpCzu/
বলিউডে পা রেখেছিলেন শ্রদ্ধা তিন পাত্তি ছবির মধ্যে দিয়ে।আশিকি ২ ছবির মধ্যে দিয়েই প্রথম পরিচিতি ঘটে শ্রদ্ধা কাপুরের।এই ছবিতে অভিনয় করার পর সেরা পুরষ্কার পান ফিল্ম ফেয়ার থেকে।
শ্রদ্ধা কাপুর ছোট থেকেই বেশ সাহসী। তবে একটাই তাঁর ভয়, বাজ পরাতে বেজায় সমস্যা হয় অভিনেত্রীর।চায়ের খুব ভক্ত শ্রদ্ধা কাপুর। খাবারের মধ্যে জাঙ্ক ফুড তাঁর খুব একটা পছন্দের নয়। প্রথম থেকেই হালকা খাবার খেয়ে থাকেন তিনি।
ছোট থেকেই হলিউড ছবি দেখতে পছন্দ করেন তিনি। শক্তি কাপুর অভিনীত ছবি আন্দাজ আপনা আপনা।প্রথম থেকেই পরিবেশের প্রতি সচেতন শ্রদ্ধা কাপুর। একাধিকবার সরব হয়েছেন বিভিন্ন বিষয়।খেলাধূলাতে বেশ ভালো শ্রদ্ধা কাপুর। স্কুবা ড্রাইভে প্রশিক্ষিত তিনি।বর্তমানে বলিউডের সর্বাধিক ছবির প্রস্তাব রয়েছে শ্রদ্ধা কাপুরের হাতে।