ফেসবুকের পর সিলভার লেক, Reliance Jio-তে ফের বিনিয়োগ মার্কিন ইক্যুইটি সংস্থা

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

ওয়েব ডেস্ক: ফেসবুকের পর এবার Reliance Jio-তে বিনিয়োগ করতে চলেছে মার্কিন সংস্থা সিলভার লেক। সোমবার একটি বিবৃতি দিয়ে এই খবর জানিয়েছে রিলায়্যান্স ইনডাস্ট্রিজ। বলা হয়েছে, জিও-তে ৫ হাজার ৬৫৬ কোটি টাকা বা ৭৪৬.৭৪ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করবে সংস্থাটি।

ওই বিবৃতিতে বলা হয়েছে, জিও-র ইক্যুইটি ভ্যালু ৪.৯০ লক্ষ কোটি টাকা ধরে নিয়ে এই বিনিয়োগ করেছে সিলভার লেক পার্টনার্স। এর আগে ফেসবুক ২২ এপ্রিল রিলায়েন্সে বিনিয়োগ করেছে। তার পর ইক্যুইটি মূল্যে সাড়ে ১২ শতাংশ প্রিমিয়াম যুক্ত হয়েছে।

গত এপ্রিল মাসে ডিজিটাল প্ল্যাটফর্মেও পা রাখে সোশ্যাল মিডিয়া জায়ান্ট ফেসবুক (Facebook)। ৪৩ হাজার ৫৭৪ কোটি টাকায় রিলায়েন্স জিও’র ৯.৯ শতাংশ শেয়ার কিনে নেয় সংস্থাটি। তারপরই ফেসবুকের প্রতিষ্ঠাতা কর্ণধার মার্ক জুকারবার্গ জানান, বিশ্বজুড়ে ফেসবুকের গ্রাহক সংখ্যা আরও বাড়াতেই জিও’র সঙ্গে গাঁটছড়া বেঁধেছে তারা। সেই পথে হেঁটেই এবার ডিজিটাল প্ল্যাটফর্মে নামল মার্কিন বেসরকারি ইকুইটি সংস্থা সিলভার লেক।সংস্থাটির বিনিয়োগের জেরে ভারতীয় মুদ্রায় জিও-র মোট বাজার দর বেড়ে দাঁড়িয়েছে ৪.৯০ লক্ষ কোটি টাকা।  

আরও পড়ুন: বাংলার রেড জোনেও খুলছে মদের দোকান! জেনে নিন খুঁটিনাটি

এ দিন সিলভার লেকের বিনিয়োগের কথা ঘোষণা করতে গিয়ে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান এবং ম্যানেজিং ডিরেক্টর মুকেশ আম্বানি বলেন, “বিশ্বজুড়ে অগ্রগণ্য প্রযুক্তি সংস্থাগুলিতে বিনিয়োগের ব্যাপারে অসাধারণ রেকর্ড রয়েছে সিলভার লেকের। ভারতে ডিজিটাল রূপান্তরে তাদের সেই অভিজ্ঞতা কাজে লাগবে বলেই মনে করছি।” অন্যদিকে সিলভার লেকের ম্যানেজিং পার্টনার এগন ডার্বান বলেন, “ভারতের বাজারে জিও-র বিপুল সম্ভাবনা রয়েছে। টিম রিলায়েন্স এবং মুকেশ আম্বানির সঙ্গে আমরা অংশীদার হতে পেরে খুশি”। এই অংশীদারিত্ব জিও-র ভবিষ্যৎ মিশন বাস্তবায়নে কার্যকরী হবে বলেও জানিয়েছেন তিনি।

রিলায়েন্স ইন্ড্রাস্ট্রিজের পুরোপুরি অধীনস্ত সংস্থা হল রিলায়েন্স জিও ইনফোকম। হিসাব মতো তাদের সাবস্ক্রাইবারের সংখ্যা এখন প্রায় ৩৯ কোটি। অন্যদিকে ইক্যুইটি সংস্থা হিসাবে সিলভার লেক বিশ্বে স্বনামধন্য। আলিবাবা, টুইটার, ডেল টেকনোলজি, এয়ার বিএনবি, অ্যান্ট ফাইনান্সিয়ালের মতো প্রযুক্তি সংস্থায় ইতিমধ্যেই বিনিয়োগ করেছে তারা।

আরও পড়ুন: পরিযায়ী শ্রমিকদের ট্রেনের ভাড়া দেবে কংগ্রেস, কেন্দ্রের সমালোচনা করে বড় ঘোষণা সনিয়ার

Gmail
Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest