মাথায় আসছে আত্মহত্যার ভাবনা, জাস্ট নাকে স্প্রে করুন জনসন অ্যান্ড জনসনের নয়া ওষুধ

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

করোনার কালবেলায় বাড়ছে মানসিক অবসাদ। কোভিডের মৃত্যুসংখ্যার সঙ্গেই পাল্লা দিয়ে বাড়ছে আত্মহত্যায় মৃত্যুও। আমেরিকায় বেড়ে ওঠা মানসিক অবসাদকে ঠেকাতেই Johnson & Johnson-এর Spravato এই ধরনের ওষুধ নিয়ে হাজির হয়েছে সম্প্রতি।

ওষুধটি আসলে একটি নাসাল স্প্রে। অর্থাৎ নাকে স্প্রে করার মাধ্যমেই দ্রুত কার্যকরী হবে এই ওষুধটি। সম্প্রতি এই ওষুধের অনুমোদন করেছে আমেরিকার ফুড অ্যান্ড ড্রাগস অ্যাডমিনিস্ট্রেশন।

আরও পড়ুন : বেটাডিন দিয়ে ৩০ সেকেন্ড গার্গলে ভ্যানিশ হবে করোনা! দাবি সিঙ্গাপুরের গবেষকদের

আমেরিকার মোট জনসংখ্যার ১১-১২ শতাংশ মানুষ ডিপ্রেশনে ভোগেন। Johnson & Johnson-এর ইউ.এস নিউরোসায়েন্স এবং মেডিক্যাল অ্যাফেয়ার্সের ভাইস প্রেসিডেন্ট মিশেলে ক্র্যামার বলছেন, ‘ওষুধটি খুবই দ্রুত কার্যকর হবে এবং মানুষের মনে মধ্যে আত্মহত্যার চিন্তাভাবনাকেও অনেকটাই কমিয়ে দেবে।’

২০১৯ সালের মার্চ মাসে ৬ হাজার মানুষের মধ্যে এই ওষুধ প্রয়োগ করে দেখে Spravato। মিশেলে ক্র্যামারের কথায়, ‘সচরাচর ড্রাগ প্রস্তুতকারী সংস্থাগুলি মানসিক অবসাদগ্রস্ত মানুষজনের কথা ভুলে যান। কিন্তু J&J এই বিষয়টিকেই খুব গুরুত্ব সহকারে বহু বছর ধরেই দেখছে। অনেক মানসিক অবসাদগ্রস্ত মানুষকে স্টাডি করার পরই এই ওষুধ তৈরি করতে সক্ষম হয়েছি আমরা।’

ক্র্যামারের কথায়, ‘এর আগেও আমেরিকায় বহু অ্যান্টিডিপ্রেজান্ট এসেছে। কিন্তু সেগুলি কাজ করতে খুবই দেরি হয়। আর সেই কারণেই আমরা টার্গেট করি, এমন ওষুধ নিয়ে আসতে হবে, যা খুবই দ্রুত কার্যকরী হবে।’

রিসার্চের সময়ে J&J খুব পরিষ্কার ভাবে লক্ষ্য করে দেখেছে যে, এই ওষুধ আসলে মানসিক অবসাদে ভুক্তভোগী মানুষদের অন্য ভাবে ভাবাতে সাহায্য করে। আত্মহত্যার রাস্তা ছেড়ে অন্য ভাবে জীবন কাটানোর রসদের জোগান দিতে সক্ষম এই নাসাল স্প্রে।

আরও পড়ুন : চুলকানি ও শুষ্ক ত্বক ‘মহামারী’র রূপ নিতে পারে, দায়ী স্যানিটাইজার, গ্লাভস, মনে করছেন চিকিৎসকরা

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest